যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
থমাস কাপ জয়ী ভারতীয় দলের জন্য এক কোটি টাকা পুরস্কারের কথা ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর
Posted On:
15 MAY 2022 4:52PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ মে, ২০২২
এক নজিরবিহীন পদক্ষেপ হিসেবে মর্যাদাপূর্ণ থমাস কাপ প্রথবার জয়ী হয়ে ইতিহাস তৈরি করায় ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলের জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর আজ এক কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন। ব্যাঙ্ককে আজ ফাইনাল ম্যাচে ১৪ বারের জয়ী ইন্দোনেশিয়াকে ৩-০ ফলাফলে পরাজিত করে ভারত প্রথমবার থমাস কাপ জয়ী হয়েছে।
শ্রী ঠাকুর এই অসামান্য সাফল্যে স্বতঃস্ফূর্ত ভাবে এক নজিরবিহীন সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, একের পর এক মালয়েশিয়া, ডেনমার্ক ও ইন্দোনেশিয়াকে প্লে-অফ-এ পরাজিত করে ভারত অসামান্য এই সাফল্য অর্জন করেছে। আসলে এটি চিরাচতির প্রথার বাইরে গিয়ে এক নজিরবিহীন সাফল্য। গর্বের সঙ্গে আমি ভারতীয় দলের জন্য এক কোটি টাকা পুরস্কারের কথা ঘোষণা করছি। ভারতীয় ব্যাডমিন্টন দল সপ্তাহান্তে সমস্ত ভারতবাসীকে গর্বিত করেছেন।
এই নজিরবিহীন সাফল্যের জন্য দলের সমস্ত খেলোয়াড়, প্রশিক্ষক এবং সহায়ক কর্মীদের ক্রীড়ামন্ত্রী প্রশংসা করেছেন। তিনি আরও বলেছেন, কিদাম্বি শ্রীকান্ত এবং এইচ এস প্রণয় প্রত্যেকবার কোর্টে নেমে জয় ছিনিয়ে নিয়েছেন। এমনকি, সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টিকে নিয়ে গঠিত ডাবলস জুটি ছয়টির মধ্যে পাঁচটি ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছেন। এরমধ্যে, নকাউট পর্যায়ের তিনটি ম্যাচও ছিল।
ভারতের উঠতি তারকা লক্ষ সেন স্নায়ুর ওপর দখল রেখে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ফাইনালে শুরুর ম্যাচেই জয়ী হন। ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলের ঐতিহাসিক এই সাফল্যে অপর দুই ডাবলস জুটি এম আর অর্জুন এবং ধ্রুব কাপিলা; কৃষ্ণপ্রসাদ গারাগা ও পাঞ্জলা বিষ্ণুবর্ধন গৌড় তথা প্রিয়াংশু রাজাওয়াত এই প্রতিযোগিতা থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন বলে শ্রী ঠাকুর অভিমত প্রকাশ করেন।
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ভারতীয় দলের এই সাফল্যে খেলোয়াড়দের প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে বড় অবদান রেখেছে। উল্লেখ করা যেতে পারে, চলতি বছরের জানুয়ারির গোড়ায় ১০ সপ্তাহের জাতীয় শিবির আয়োজন করা হয়। এই শিবিরে ব্যাডমিন্টন খেলোয়াড়রা একদিকে যেমন তাঁদের ফিটনেস লেভেল বাড়াতে সক্ষম হয়েছেন, অন্যদিকে গভীর অনুশীলনে মগ্ন থাকার সুযোগ পেয়েছেন। এমনকি, মাতিয়াস বো প্রশিক্ষক হিসেবে ডাবলস বিভাগের খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য বাড়াতে বড় ভূমিকা নিয়েছেন।
মন্ত্রক গত চার বছর ধরে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়দের প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের খরচ বাবদ ৬৭ কোটি ১৯ লক্ষ টাকার তহবিল সহায়তা দিয়েছে। অবশ্য এরমধ্যে দেশি-বিদেশি প্রশিক্ষকদের বেতনও অন্তর্ভুক্ত হয়েছে। শুধু তাই নয়, গত এক বছরে মন্ত্রক ১৪টি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ ও বিদেশে প্রশিক্ষণের জন্য ৪ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় করেছে।
CG/BD/AS/
(Release ID: 1825748)
Visitor Counter : 134