স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৯১ কোটি ৩২ লক্ষ ছাড়িয়েছে

১২ থেকে ১৪ বছর বয়সীদের ৩ কোটি ১৭ লক্ষের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৭ হাজার ৬৯২
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৮৭
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৬২ শতাংশ

Posted On: 15 MAY 2022 9:37AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ মে, ২০২২


দেশে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৯১ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৮৬৪ ছাড়িয়েছে১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী শিশুদের ৩ কোটি ১৭ লক্ষ ৪২ হাজার ১৮৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে। একই ভাবে ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ প্রিকশন ডোজ দেওয়া গত ১০ই এপ্রিল থেকে শুরু হয়েছে।

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৪,০৬,১৩৮

দ্বিতীয় ডোজ

,০০,২৯,৫১৩

প্রিকশন ডোজ

৫০,২৩,৮৫৭

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৪,১৭,৬০৩

দ্বিতীয় ডোজ

,৭৫,৬৫,০৫৫

প্রিকশন ডোজ

৮১,৬৯,৬৪৪

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

,১৭,৪২,১৮৯

দ্বিতীয় ডোজ

,২০,৯৮,১৯১

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৮৯,৬৭,৯৪১

দ্বিতীয় ডোজ

,৩৯,৯১,৫৭৫

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৫,৬৫,৮৩,০৬২

দ্বিতীয় ডোজ

৪৮,৪৬,৭০,৬৮৬

প্রিকশন ডোজ

,০৭,৩৯৬

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

২০,৩১,৩৯,৫৫৭

দ্বিতীয় ডোজ

১৮,৯৬,১৩,৮৬০

প্রিকশন ডোজ

,৯৩,৩২৪

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২,৭০,১২,৫৯৪

দ্বিতীয় ডোজ

১১,৮১,৮৮,০৩৩

প্রিকশন ডোজ

,৬২,৭৪,৬৪৬

প্রিকশন ডোজ

,০৮,৬৮,৮৬৭

মোট

,৯১,৩২,৯৪,৮৬৪

দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৭ হাজার ৬৯২, যা মোট আক্রান্তের ০.০৪ শতাংশ।

একই ভাবে জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজর ৮৭৮ জন এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ৭৯ হাজার ৬৯৩

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৮৭

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৫ হাজার ১৫৬টি কোভিড নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৮৪ কোটি ৩৮ লক্ষ ৩৬ হাজার ৯১৪

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৬২ শতাংশ এবং দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৬১ শতাংশ।

 

CG/BD/AS/



(Release ID: 1825593) Visitor Counter : 81