নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক

জার্মানি সফরের তৃতীয় দিনে শ্রী ভগবন্ত খুবা’র একাধিক সৌর পিভি কেন্দ্র পরিদর্শন

Posted On: 14 MAY 2022 12:49PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ মে, ২০২২
 
নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী ভগবন্ত খুবা ইন্টারসোলার ইউরোপ ২০২২-এর জন্য জার্মানির মিউনিখ সফরের শেষ দিনে একাধিক সৌর পিভি কেন্দ্র পরিদর্শন করেছেন।
 
শ্রী ভগবন্ত খুবা এর আগে জার্মানির মিউনিখের কাছে আলথেগেনবারে ইন্টারস্পেস ফার্মিং এগ্রি-পিভি কেন্দ্র পরিদর্শন করেন। এই এগ্রি-পিভি কেন্দ্র কৃষি কাজের পাশাপাশি সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য জমির দ্বৈত ব্যবহার সম্পর্কে উৎসাহিত করেছে। উন্নত সৌর প্যানেল কাঠামো গ্রীষ্মমন্ডলীয় ভারতীয় জলবায়ুতে ফসলের জন্য প্রয়োজনীয় ছায়া দিয়ে থাকে। আগামী দিনে দেশের খাদ্য ও শক্তি নিরাপত্তার প্রয়োজনে এই ধরণের প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পাশাপাশি শ্রী খুবা উদ্ভাবনী প্রযুক্তি/ পদ্ধতি সহ বিভিন্ন সৌর পিভি কেন্দ্র পরিদর্শন করেছেন। মিউনিখে প্রবাসী ভারতীয়রা শ্রী খুবাকে আন্তরিক অভ্যর্থনা ও অভিনন্দন জানান। বিদেশের মাটিতে ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করে খুশি প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ কিভাবে এগিয়ে চলেছে, সে সম্পর্কেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলোচনা করেন। এই সফরে তিনদিনে একাধিক দ্বিপাক্ষিক ও গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
 
CG/SS/SKD/


(Release ID: 1825394) Visitor Counter : 89