রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

কারিগরি নয়, এধরণের পদে দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ৯ ও ১০ই মে অনুষ্ঠিত হয়েছে

प्रविष्टि तिथि: 11 MAY 2022 5:11PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ই মে, ২০২২

 

ভারতীয় রেল, কারিগরি নয়, এধরণের পদের জন্য দ্বিতীয় পর্বের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নিয়েছে। ষষ্ঠ স্তরের জন্য ৭১২৪টি পদ এবং চতুর্থ স্তরের জন্য ১১টি পদে নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হল।  ৯ এবং ১০ই মে পরীক্ষা নেওয়া হয়েছে। এক লক্ষ ৮০ হাজার ৮৮২ জনের মধ্যে এক লক্ষ ২৮ হাজার ৭০৮ জন পরীক্ষায় বসেছেন। এই প্রথমবার আধারের মাধ্যমে প্রার্থীদের পরিচিতি যাচাই করা হয়েছে। তিনটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হয়। ৯ই মে ষষ্ঠ স্তরের জন্য দুটি পর্যায় এবং ১০ই মে চতুর্থ স্তরের জন্য একটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হয়।    

পরীক্ষার সময়সূচি নির্ধারণের সময় একটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রার্থীরা যাতে অভিন্ন প্রশ্নপত্র পায় সেই দিকটি বিবেচনা করা হয়েছে। ২৫টি রাজ্যে ১১১টি শহরে ১৫৬টি কেন্দ্রে ষষ্ঠ স্তরের পরীক্ষা নেওয়া হয়। উপস্থিতির হার ছিল ৭৪ শতাংশ।

চতুর্থ স্তরের জন্য ১৭টি রাজ্য়ের ৫৬টি শহরে ৮৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। এই স্তরে উপস্থিতির হার ছিল ৬০.৫ শতাংশ। পরীক্ষার্থীদের সুবিধার্থে ভারতীয় রেল বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করে।  

 

CG/CB/SFS


(रिलीज़ आईडी: 1824624) आगंतुक पटल : 246
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Tamil