পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

অগ্রণী রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি আগামীদিনে গড়ে উঠতে চলা কয়েকটি ইথানল প্ল্যান্টের জন্য ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে

Posted On: 11 MAY 2022 2:52PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ১১ মে, ২০২২

 

রাষ্ট্রায়ত্ব তেল বিপণন সংস্থা- ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড দেশে আগামীদিনে গড়ে উঠতে চলা কয়েকটি ইথানল প্ল্যান্টের জন্য দীর্ঘমেয়াদী ভিত্তিতে ইথানল সংগ্রহের লক্ষ্যে এক চুক্তি স্বাক্ষর করেছে। রাষ্ট্রায়ত্ব তেল বিপণন সংস্থাগুলির মধ্যে এটিই এ ধরণের প্রথম ত্রিপাক্ষিক চুক্তি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিহার সরকারের শিল্প দপ্তরের মুখ্যসচিব শ্রী সঞ্জীব পুন্ডরিক, ভারতীয় স্টেট ব্যাঙ্কের ম্যানেজিং ডাইরেক্টর অশ্বিনী ভাটিয়া, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের কর্পোরেট বিপণন বিষয়ক কার্যনির্বাহী অধিকর্তা শ্রী সুখমল জৈন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ করা যেতে পারে, ভারতীয় স্টেট ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্ব তেল বিপণন সংস্থাগুলির সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তিতে যুক্ত রয়েছে। চুক্তি অনুযায়ী প্ল্যান্টগুলি থেকে উৎপাদিত ইথানল রাষ্ট্রায়ত্ব তেল বিপণন সংস্থাগুলিকে বিক্রি করা হবে। এই ইথানল পেট্রোলের সঙ্গে মেশানো হবে। কেন্দ্রীয় সরকার পেট্রোলে ইথানল মেশানোর জন্য ইতিমধ্যেই একটি কর্মসূচি গ্রহণ করেছে। তেল বিপণন সংস্থাগুলিকে সরবরাহকৃত ইথানলের জন্য যে অর্থ পাওয়া যাবে তা অর্থ সহায়তাকারী ওই তিনটি ব্যাঙ্কে জমা পড়বে। এরফলে প্রয়োজনে আরও ঋণ সহায়তার ক্ষেত্রে সুবিধা হবে। 

২০২১-২২ ইথানল সরবরাহ বর্ষে দেশে পেট্রোলের সঙ্গে ৯.৯০ শতাংশ ইথানল মেশানো হয়েছে। পক্ষান্তরে ১৮৬ কোটি লিটার পেট্রোল সাশ্রয়ের পাশাপাশি  ৯ হাজার কোটি টাকার বেশি বিদেশী মুদ্রা সঞ্চয় হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকার ২০২৫-এর মধ্যে ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য স্থির করেছে। এই লক্ষ্য পূরণে ২০২৫-২৬ নাগাদ দেশে ১ হাজার ১৬ কোটি লিটার ইথানল উৎপাদনের প্রয়োজন। কিন্তু বর্তমান উৎপাদনের নিরিখে লক্ষ্য পূরণের ক্ষেত্রে এখনও প্রায় ৬৫০ কোটি লিটার উৎপাদন-ঘাটতি রয়েছে। সেই অনুসারে দেশে ইথানল উৎপাদনের জন্য যে ৫টি প্ল্যান্ট গড়ে তোলা হচ্ছে সেগুলি থেকে বার্ষিক ২৩ কোটি লিটার ইথানল উৎপাদিত হবে। 

 

CG/BD/NS



(Release ID: 1824446) Visitor Counter : 115