তথ্যওসম্প্রচারমন্ত্রক
কান চলচ্চিত্র উৎসবে শ্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র ব্যক্তিত্বরা রেড কার্পেটে হাটবেন
এ আর রহমান, শেখর কাপুর, অক্ষয় কুমার, রিকি কেজ ও অন্যান্য বিশিষ্টজনেরা রেড কার্পেটে থাকবেন
Posted On:
10 MAY 2022 6:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ই মে, ২০২২
ভারতীয় দর্শকদের কাছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে চলেছে। ১৭ই মে উৎসবের উদ্বোধনী দিবসে ভারতীয় প্রতিনিধিরা রেড কার্পেটে হাঁটবেন।
ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর। ভারতীয় প্রতিনিধি দলে রয়েছেন :
১) শ্রী অক্ষয় কুমার (বলিউডের অভিনেতা ও প্রযোজক)
২) শ্রী এ আর রহমান (বিশ্বখ্যাত সুরকার)
৩) শ্রী মামে খান (পল্লি গীতির রচয়িতা ও গায়ক)
৪) শ্রী নওয়াজ উদ্দিন সিদ্দিকী (বলিউডের অভিনেতা)
৫) শ্রীমতী নয়নতারা (মালয়ালম ও তামিল চলচ্চিত্রের অভিনেত্রী)
৬) শ্রীমতী পুজা হেগড়ে ( হিন্দি ও তেলেগু চলচ্চিত্রের অভিনেত্রী)
৭) শ্রী প্রসূন যোশী (সিবিএফসি –র চেয়ারম্যান)
৮) শ্রী আর মাধবন (অভিনেতা ও প্রযোজক) কান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার অফ রকেট্রি
৯) শ্রী রিকি কেজ ( সুরকার)
১০) শ্রী শেখর কাপুর (চলচ্চিত্র পরিচালক)
১১) শ্রীমতী তামান্না ভাটিয়া ( তামিল, তেলেগু ও হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী)
১২) শ্রীমতী বাণী ত্রিপাঠি ( অভিনেত্রী)
এবছর ভারতের সমৃদ্ধ ঐতিহ্যকে এই উৎসবে সকলের সামনে উপস্থাপিত করা হবে। উৎসবে অংশগ্রহণকারী প্রতিনিধিরা দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন। সম্প্রতি ৫২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। চলচ্চিত্র উৎসবে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো ওটিটি প্ল্যাটফর্ম জনপ্রিয় হিসেবে বেশ স্বীকৃতি পাচ্ছে। ভারত, এই চলচ্চিত্র উৎসবে ৭৫ জনকে ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমোরো বা আগামী দিনের সৃজনশীল ব্যক্তিত্বর স্বীকৃতি দিয়েছে। ব্রিকস চলচ্চিত্র উৎসবেও একই ভাবনায় কাজ হয়েছে।
এবারের কান চলচ্চিত্র উৎসবে ভারত “অফিসিয়াল কান্ট্রি অফ অনার” –এর সম্মান পেতে চলেছে। এই উৎসব এমন একটি সময় হচ্ছে, যখন দেশ স্বাধীনতার অমৃত মহোৎসব উৎযাপন করছে। অন্যদিকে এবছরে ভারত ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রী এর আগে জানান, কান চলচ্চিত্র উৎসবে কান্ট্রি অফ অনারের সম্মান পাওয়ার পাশাপাশি এই সময়ে অডিও ভিয্যুয়াল শিল্পে ৫টি নতুন স্টার্টআপ সংস্থা কাজ শুরু করেছে।
CG/CB/SFS
(Release ID: 1824370)
Visitor Counter : 145