স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৯০ কোটি ছাড়িয়েছে

১২ থেকে ১৪ বছর বয়সীদের ৩ কোটি ১ লক্ষের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২০ হাজার ৩০৩
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮০৫
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৭৯ শতাংশ

Posted On: 07 MAY 2022 9:24AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ মে, ২০২২


দেশে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৯০ কোটি ৯৪ হাজার ৯৮২ ছাড়িয়েছে১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী শিশুদের ৩ কোটি ১ লক্ষ ৯৭ হাজার ১২০টি টিকার ডোজ দেওয়া হয়েছে। একই ভাবে ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ প্রিকশন ডোজ দেওয়া গত ১০ই এপ্রিল থেকে শুরু হয়েছে।

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৪,০৫,৫৭১

দ্বিতীয় ডোজ

,০০,২২,০২১

প্রিকশন ডোজ

৪৯,০৩,০৩৯

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৪,১৬,৪৮৯

দ্বিতীয় ডোজ

,৭৫,৪৯,৪৪০

প্রিকশন ডোজ

৭৮,৬৬,৮২৪

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

,০১,৯৭,১২০

দ্বিতীয় ডোজ

৯৩,২৩,১৮৫

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৮৬,৭৮,০০৭

দ্বিতীয় ডোজ

,৩০,৩৭,২২৭

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৫,৬০,৩৯,০৬১

দ্বিতীয় ডোজ

৪৮,০৯,৮৩,৭৯১

প্রিকশন ডোজ

,৪৮,০০৩

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

২০,২৯,৯১,৩১১

দ্বিতীয় ডোজ

১৮,৮৬,৫৬,৫৬২

প্রিকশন ডোজ

,৪৭,২৬২

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২,৬৯,১৭,৯৩৭

দ্বিতীয় ডোজ

১১,৭৫,৫৬,০৯৮

প্রিকশন ডোজ

,৫৫,৫৬,০৩৪

প্রিকশন ডোজ

,৯৩,২১,১৬২

মোট

,৯০,০০,৯৪,৯৮২

দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২০ হাজার ৩০৩, যা মোট আক্রান্তের ০.০৫ শতাংশ।

একই ভাবে জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজর ১৬৮ জন এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ৫৪ হাজার ৪১৬

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮০৫

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৮৭ হাজার ৫৪৪টি কোভিড নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৮৪ কোটি ৩ লক্ষ ৩২ হাজার ৪৬৯

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৭৯ শতাংশ এবং দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৭৮ শতাংশ।

 

CG/BD/AS/



(Release ID: 1823555) Visitor Counter : 99