রেলমন্ত্রক

মিশন রেল কর্মযোগীর আওতায় ৫১ হাজারেরও বেশি প্রথম সারির রেল কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে

Posted On: 05 MAY 2022 3:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ মে, ২০২২

 

মিশন রেল কর্মযোগীর আওতায় ৫১ হাজারেরও বেশি প্রথম সারির রেল কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই কর্মচারীদের ‘মাস্টার ট্রেনার’রা প্রশিক্ষণ দিয়েছেন। মাস্টার ট্রেনাররা রেল মন্ত্রকের আওতাধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইন্ডিয়ান রেলওয়ে ইন্সটিটিউট অফ ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টে (আইআরআইটিএম) প্রশিক্ষণ নিয়েছেন। 

২০২২ সালের ২৮শে ফেব্রুয়ারি থেকে আইআরআইটিএম – এর মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ শুরু হয়। আইআরআইটিএম – এর প্রতিটি ব্যাচের বিভিন্ন জোনে ৭টি বিভাগের মাস্টার ট্রেনার রয়েছেন। এখনও পর্যন্ত ৪৯টি ডিভিশনের মাস্টার ট্রেনারদের ৮টি ব্যাচ প্রশিক্ষণ নিয়েছে। এই মাস্টার ট্রেনাররা ইতিমধ্যেই ৫১ হাজারেরও বেশি ফিল্ড ট্রেনিদের প্রশিক্ষণ দিয়েছেন। 

কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে ২০২০ সালের ২০শে সেপ্টেম্বর মিশন কর্মযোগীর সূচনা হয়। রেল মন্ত্রক সরকারি কর্মচারীদের দৃষ্টিভঙ্গী এবং দক্ষতা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এই প্রশিক্ষণ শুরু করে। এই প্রকল্পের আওতায় ছ’মাসের মধ্যে প্রায় ১ লক্ষ প্রথম সারির রেল কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মিশন রেল কর্মযোগীর উদ্দেশ্যই হ’ল – নাগরিক-কেন্দ্রিক প্রশিক্ষণদানের মাধ্যমে এই প্রথম সারির রেল কর্মীদের দৃষ্টিভঙ্গী পরিবর্তন করে পরিষেবার মনোভাব গড়ে তোলা এবং পরিষেবা ক্ষেত্রে আরও সক্ষম করে তোলা। রেলের ৬৮টি ডিভিশন থেকে মনোনীত ১ হাজার প্রথম সারির রেল কর্মচারীকে আইআরআইটিএম - এ মাস্টার ট্রেনার হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। এই মাস্টার ট্রেনাররা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি রেল কর্মচারীদের প্রশিক্ষণ দেবেন।

 

CG/SS/SB



(Release ID: 1822953) Visitor Counter : 86