অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ড্রোন ও ড্রোনের উপকরণের জন্য উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা কর্মসূচিতে আবেদনপত্র আহ্বান অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের

Posted On: 05 MAY 2022 10:44AM by PIB Kolkata

নয়াদিল্লী, ০৫  মে, ২০২২

 

ড্রোন ও ড্রোনের উপকরণ নির্মাতা যারা ২০২১-২২ অর্থবর্ষে উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা কর্মসূচিতে যোগ্যতা সীমা পার করেছে তাদের জন্য অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এ ধরণের উৎপাদকরা তাদের আবেদনপত্র https://www.civilaviation.gov.in/application-pli-scheme ওয়েবসাইটে জমা করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২০শে মে রাত্রি ১১.৫৯ মিনিট পর্যন্ত। যেসমস্ত নির্মাতা আবেদনপত্র জমা করবেন তাদের আর্থিক অবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পর উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা কর্মসূচির সুবিধাভোগীদের চূড়ান্ত তালিকা আগামী ৩০-শে জুন প্রকাশ করা হবে। 

এর আগে মন্ত্রক গত ২০-শে এপ্রিল এই কর্মসূচির সুবিধাভোগী ১৪টি উৎপাদক সংস্থার একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল। এই তালিকায় ৫টি ড্রোন উৎপাদক সংস্থা এবং ৯টি উপকরণ উৎপাদক সংস্থা ছিল। 

উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা কর্মসূচির সুবিধা গ্রহণে ড্রোন ও ড্রোনের উপকরণের জন্য যে যোগ্যতা মান স্থির হয়েছে তারমধ্যে ড্রোন উৎপাদক সংস্থাগুলির বার্ষিক লেনদেনের পরিমাণ হতে হবে ২ কোটি টাকা এবং উপকরণ উৎপাদক সংস্থাগুলির জন্য লেনদেনের পরিমাণ ৫০ লক্ষ টাকা হওয়া প্রয়োজন। সেইসঙ্গে মূল্য সংযোজনের পরিমাণ বিক্রয় লেনদেনের ৪০ শতাংশের বেশি হতে হবে। 

উল্লেখ করা যেতে পারে ড্রোন ও ড্রোনের উপকরণের জন্য উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা কর্মসূচিটি গত বছরের ৩০শে সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হয়। এই কর্মসূচিতে তিনটি অর্থবর্ষে মোট ১২০ কোটি টাকা উৎসাহভাতা দেওয়া হবে, যা ২০২০-২১ অর্থবর্ষে সমস্ত দেশীয় ড্রোন উৎপাদক সংস্থার সম্মিলিত লেনদেনের প্রায় দ্বিগুণ। 

উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা কর্মসূচিটি ছাড়াও কেন্দ্রীয় সরকার ২০৩০ সালের মধ্যে ভারতকে ড্রোন হাবে পরিণত করতে একাধিক সংস্কার মূলক উদ্যোগ গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে সরলীকৃত ড্রোন আইন ২০২১, ড্রোন এয়ারস্পেশ ম্যাপ ২০২১ জনসমক্ষে প্রকাশ, ড্রোন সার্টিফিকেশন কর্মসূচি ২০২২ প্রভৃতি। সরকার ইতিমধ্যে ড্রোন আমদানি নীতি ২০২২ অনুযায়ী ড্রোন আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এমনকি ড্রোন (সংশোধন) আইন ২০২২ অনুযায়ী ড্রোন পরিচালনার জন্য ড্রোন পাইলট লাইসেন্সের প্রয়োজনীয়তা দূর করেছে।

 

CG/BD/NS


(Release ID: 1822936) Visitor Counter : 119