যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

২০২১-এর খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ভারত্তোলনে একটি জাতীয় রেকর্ড সহ মোট ২৬টি রেকর্ড তৈরি হয়েছে

Posted On: 28 APR 2022 3:08PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৮ এপ্রিল,  ২০২২

 

খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২১-এর প্রথম দিনে মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের কোমল কোহার প্রথম সোনা জিতেছিলেন । তিনি ৪৫ কেজি ওয়েট লিফ্টিং প্রতিযোগিতায় স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও কম্বাইন্ড বিভাগে সমস্ত রেকর্ড ভেঙেছেন । এবারে ৩ দিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় ২৬টি নতুন রেকর্ড তৈরি হয়েছে । এর মধ্যে  একটি জাতীয় স্তরে রেকর্ড রয়েছে ।   

প্রথম দিনে কোমলের প্রথম সোনা পাওয়ার সঙ্গে শেষদিনেও মহিলাদের আধিপত্য নজরে এসেছে । অ্যান ম্যারিয়া ভারত্তোলনের ক্লিন অ্যান্ড জার্ক-এ ১২৯ কেজি তুলে জাতীয় রেকর্ড করেছেন । এবছরে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মনপ্রীত কউর ১২৮ কেজি ওজন তুলেছিলেন । অ্যান ম্যারিয়া মার্চে অনুষ্ঠিত হওয়া জাতীয় ভারত্তোলন প্রতিযোগিতায় ২৩১ কেজি কম্বাইন্ড রেকর্ডও ভেঙেছেন । ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী স্ন্যাচ বিভাগে ১০১ কেজি ওজন তুলেছেন ।  

ছাত্রীর সাফল্যে  গর্বিত কোচ মীনাক্ষী সুন্দরেশ্বরণ জানান, অ্যান সারা পৃথিবীর শ্রেষ্ঠ ভারত্তোলকদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে প্রস্তুত । বিগত ৩ বছর ধরে ব্যাঙ্গালোরের সাই কেন্দ্রে  তিনি  অ্যানকে প্রশিক্ষণ দিয়েছেন ।

 

CG/CB/RAB



(Release ID: 1821114) Visitor Counter : 99