অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ কিষাণগড় বিমানবন্দরে গগণ-ভিত্তিক এলপিভি পদ্ধতির সফল পরীক্ষা চালিয়েছে

Posted On: 28 APR 2022 4:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ এপ্রিল, ২০২২
 
ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ আজ রাজস্থানের কিষাণগড় বিমানবন্দরে গগণ-ভিত্তিক এলপিভি পদ্ধতির সফল পরীক্ষা চালিয়েছে। ভারতের অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রের ইতিহাসে সফল এই পরীক্ষা এক গুরুত্বপূর্ণ মাইলফলক ও অনন্য কৃতিত্ব। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতই প্রথম দেশ, যা এই অনন্য কৃতিত্ব অর্জন করেছে। এলপিভি বা লোকালাইজার পারফরম্যান্স উইথ ভার্টিকাল গাইডেন্স এমন এক ব্যবস্থা, যা বিমানগুলিকে ভূ-পৃষ্ঠে দিক-নির্দেশক পরিকাঠামোর প্রয়োজনীয়তা ছাড়াই সঠিক দিশা অনুসরণে সাহায্য করবে। ভূ-পৃষ্ঠে বিমানগুলির দিক-নির্দেশক এই ব্যবস্থা জিপিএস এবং গগণ জিও স্টেশনারি স্যাটেলাইটের উপর নির্ভর করে পরিচালিত হবে।
 
উল্লেখ করা যেতে পারে, গগণ বা জিপিএস-নির্ভর দিক-নির্দেশক ব্যবস্থাটি যৌথভাবে উদ্ভাবন করেছে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ইসরো। ভারত ও প্রতিবেশী দেশগুলির জন্য গ্রীষ্মপ্রধান অঞ্চলে এটি এ ধরনের প্রথম ব্যবস্থা। অসামরিক বিমান পরিবহণ সংক্রান্ত মহা-নির্দেশক ২০১৫ সালে গগণ ব্যবস্থা প্রয়োগের স্বীকৃতি দেয়। বিশ্বে মহাকাশ-ভিত্তিক দিক-নির্দেশক ব্যবস্থা কেবল ৪টি দেশের কাছে রয়েছে। ভারতও এই ব্যবস্থা উদ্ভাবন করে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপীয় দেশগুলির সঙ্গে এক তালিকায় এসেছে। ইতিমধ্যেই ইন্ডিগো বিমান সংস্থা তার এটিআর শ্রেণীর বিমানগুলির জন্য গগণ পরিষেবা ব্যবহার করছে। আজ কিষাণগড় বিমানবন্দরে গগণ এলপিভি ব্যবস্থার পরীক্ষার সময় ডিজিসিএ – এর আধিকারিকরা উপস্থিত ছিলেন। ডিজিসিএ – এর কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পওয়ার পর এই ব্যবস্থা বাণিজ্যিক বিমানগুলির ক্ষেত্রেও কাজে লাগানো হবে। 
 
CG/BD/SB

(Release ID: 1821113) Visitor Counter : 173