স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৮৭ কোটি ৬৭ লক্ষ ছাড়িয়েছে

১২ থেকে ১৪ বছর বয়সীদের ২ কোটি ৬৫ লক্ষের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৫ হাজার ৮৭৩
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৯৩
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৫৪ শতাংশ

Posted On: 24 APR 2022 9:36AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ এপ্রিল, ২০২২


দেশে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৮৭ কোটি ৬৭ লক্ষ ২০ হাজার ৩১৮ ছাড়িয়েছে১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী শিশুদের ২ কোটি ৬৫ লক্ষ ৭৫ হাজার ৫৭৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে। একই ভাবে ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ প্রিকশন ডোজ দেওয়া গত ১০ই এপ্রিল থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সীদের ৩ লক্ষ ৮৭ হাজার ৭১৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে।

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

১০৪০৪৭২৫

দ্বিতীয় ডোজ

১০০১২০৫৩

প্রিকশন ডোজ

৪৬৯৪৮৯২

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

১৮৪১৪৯৪২

দ্বিতীয় ডোজ

১৭৫৩২০৩৮

প্রিকশন ডোজ

৭৩৪০৪১২

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

২৬৫৭৫৫৭৯

দ্বিতীয় ডোজ

২৯৩২৪৭৬

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

৫৮১৪০৬৬০

দ্বিতীয় ডোজ

৪১৩৪৫৩১৭

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৫৫৪৮২৮৭৮

দ্বিতীয় ডোজ

৪৭৫৪৩৪৯৩৮

প্রিকশন ডোজ

৮৪৫৪৯

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

২০২৮৮৩৩১৯

দ্বিতীয় ডোজ

১৮৭৩৬৩৯৬০

প্রিকশন ডোজ

৩০৩১৭০

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২৬৮৩৮৭৪১

দ্বিতীয় ডোজ

১১৬৭১৯৪০৩

প্রিকশন ডোজ

১৪২১৬২৬৬

প্রিকশন ডোজ

,৬৬,৩৯,২৮৯

মোট

,৮৭,৬৭,২০,৩১৮

দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৫ হাজার ৮৭৩, যা মোট আক্রান্তের ০.০৪ শতাংশ।

একই ভাবে জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজর ৭৫৫ জন এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ১৯ হাজার ৪৭৯

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৯৩।

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৩৬ হাজার ৫৩২টি কোভিড নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৮৩ কোটি ৪৭ লক্ষ ১৭ হাজার ৭০২

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৫৪ শতাংশ এবং দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৫৯ শতাংশ।

 

CG/BD/AS/


(Release ID: 1819635) Visitor Counter : 116