কয়লামন্ত্রক

শ্রী প্রহ্লাদ যোশী বলেছেন, বিভিন্ন উৎসে কয়লার মজুতের পরিমাণ ৭২.৫০ মিলিয়ন টন


তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে কয়লা মজুতের পরিমাণ ২২.০১ মিলিয়ন টন

Posted On: 23 APR 2022 1:32PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২৩ এপ্রিল, ২০২২
 
কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত্ব কোল ইন্ডিয়া, সিঙ্গারেনি কোলিয়ারিজ কোম্পানি লিমিটেড এবং কোল ওয়াশারিজ প্রভৃতি উৎসে বর্তমানে ৭২.৭৫ মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে। এক ট্যুইটে তিনি জানিয়েছেন, দেশে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে কয়লা মজুতের পরিমাণ ২২.০১ মিলিয়ন টন। 
 
দেশে পর্যাপ্ত পরিমাণে কয়লা মজুত রয়েছে বলে জানিয়ে শ্রী যোশী বলেন, যে পরিমাণ কয়লা মজুত রয়েছে তা এক মাস ব্যবহারের জন্য যথেষ্ট। 
 
উল্লেখ করা যেতে পারে, কয়লা মন্ত্রকের প্রাথমিক তথ্য অনুযায়ী ২০২১-২২ অর্থবর্ষে মোট কয়লা উৎপাদনের পরিমাণ ৭৭৭.২৩ মিলিয়ন টন, যা ২০২০-২১-এর ৭১৬ মিলিয়ন টনের তুলনায় ৮.৫৫ শতাংশ বেশি। রাষ্ট্রায়ত্ত্ব কোল ইন্ডিয়া লিমিটেডের উৎপাদন পরিমাণ ২০২০-২১-এ ৫৯৬.২৪ মেট্রিক টন থেকে ৪.৪৩ শতাংশ বেড়ে ২০২১-২২-এ ৬২২.৬৪ মেট্রিক টন হয়েছে। একই ভাবে সিঙ্গারেনি কোলিয়ারিজ কোম্পানি লিমিটেডের উৎপাদন পরিমাণ ২০২১-২২-এ গত অর্থবর্ষের তুলনায় ২৮.৫৫ শতাংশ বেড়ে ৬৫.০২ মিলিয়ন টন হয়েছে। একই সময়ে ক্যাপটিভ খনিগুলি থেকে কয়লা উৎপাদনের পরিমাণ ২০২০-২১-এর ৬৯.১৮ মিলিয়ন টন থেকে বেড়ে ২০২১-২২-এ দাঁড়িয়েছে ৮৯.৫৭ মিলিয়ন টন। 
 
পরিসংখ্যান অনুযায়ী ২০২১-২২-এ কয়লা সরবরাহের পরিমাণ গত অর্থবর্ষের ৬৯০.৭১ মিলিয়ন টন থেকে ১৮.৪৩ শতাংশ বেড়ে ৮১৮.০৪ মিলিয়ন টন হয়েছে। আলোচ্য সময়ে কোল ইন্ডিয়া লিমিটেড ৬৬১.৮৫ মিলিয়ন টন কয়লা সরবরাহ করেছে। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1819360) Visitor Counter : 124