অর্থমন্ত্রক

ওয়াশিংটন ডিসি-তে এফএটিএফ – এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন

Posted On: 22 APR 2022 9:46AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ এপ্রিল, ২০২২

 

বিশ্ব ব্যাঙ্ক এবং আন্তর্জাতিক অর্থ ভান্ডারের স্প্রিং বৈঠকের পাশাপাশি, বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি-তে কেন্দ্রীয় অর্থ তথা কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) – এর বৈঠকে যোগ দেন। 

বৈঠকে ২০২২-২০২৪ পর্যন্ত এফএটিএফ – এর কৌশলগত অগ্রাধিকারের বিষয়গুলিকে অনুমোদন এবং এফএটিএফ – এর গ্লোবাল নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে অগ্রাধিকারের বিষয়গুলিতে পর্যাপ্ত তহবিল যোগান সুনিশ্চিত করার জন্য বিভিন্ন দেশের মন্ত্রীদের অঙ্গীকার বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়। স্থির হয় যে, ডিজিটাল ক্ষেত্রের সংস্কারগুলিকে কাজে লাগিয়ে এবং এফএটিএফ – এর কৌশলগত অগ্রাধিকারের বিষয়গুলিতে ধারাবাহিকভাবে তহবিল যোগান সুনিশ্চিত করে গ্লোবাল নেটওয়ার্ক ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা হবে। 

অর্থ পাচার রোধ, জঙ্গীদের আর্থিক মদত বন্ধ করা, সম্পদ পুনরুদ্ধার প্রভৃতি ক্ষেত্রে ভারতের অঙ্গীকারের কথা পুনরায় উল্লেখ করে শ্রীমতী সীতারমন বিশ্ব আর্থিক ব্যবস্থার সুরক্ষায় এফএটিএফ – এর গ্লোবাল নেটওয়ার্কের প্রয়াসের প্রশংসা করেন। 

এফএটিএফ – এর কৌশলগত অগ্রাধিকারের বিষয়গুলিতে সমর্থন জানিয়ে শ্রীমতী সীতারমন বলেন, অর্থ পাচার রোধ, জঙ্গীদের আর্থিক মদত না যোগানো এবং হিংসাত্মক কাজে ব্যবহৃত অস্ত্রশস্ত্রের জন্য আর্থিক সহায়তা বন্ধ করার বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের প্রচেষ্টায় ভারত প্রয়োজনীয় সহায়সম্পদ এবং এফএটিএফ-কে সবরকম সাহায্যে অঙ্গীকারবদ্ধ।

 

CG/BD/SB



(Release ID: 1818973) Visitor Counter : 152