জলশক্তি মন্ত্রক
গঙ্গা কোয়েস্ট ২০২২ একটি অনলাইন ক্যুইজ প্রতিযোগিতায় ১ লক্ষেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন
Posted On:
21 APR 2022 2:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ এপ্রিল, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নমামি গঙ্গে কর্মসূচিকে একটি গণআন্দোলনে রূপান্তরিত করার দৃষ্টিভঙ্গী নিয়ে, শিক্ষার্থীদের উপর বিশেষ নজর দিয়ে ট্রি ক্রেজ ফাউন্ডেশনের সঙ্গে ন্যাশনাল মিশন ফর টিম গঙ্গা ২০১৯ সালে এই অনলাইন ক্যুইজ প্রতিযোগিতা গঙ্গা কোয়েস্ট শুরু করে। এ বছর গঙ্গা কোয়েস্ট ২০২২ ক্যুইজ প্রতিযোগিতা ৭ই এপ্রিল থেকে শুরু হয়েছে। ইতিমধ্যেই ১ লক্ষেরও বেশি মানুষ, বিশেষ করে ছেলেমেয়েরা এই অনলাইন ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এই ক্যুইজ প্রতিযোগিতার শেষ তারিখ হ’ল ২২শে মে। উল্লেখ্য, এই দিনটি আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস হিসাবে উদযাপন করা হয়। আগামী ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ক্লিক করুন
www.clap4ganga.com – এই ওয়েবসাইটে।
গঙ্গা কোয়েস্ট ২০২২ – এ নাম নথিভুক্তিকরণ শুরু হয়েছিল চলতি বছরের ২২শে মার্চ বিশ্ব জল দিবসে। ৪টি বিষয় ভাবনার উপর এই ক্যুইজ প্রতিযোগিতা হচ্ছে। এগুলি হ’ল – অর্থ গঙ্গা ও আজাদি কা অমৃত মহোৎসব, বাস্তব ভূগোল এবং বিখ্যাত জায়গা ও ব্যক্তিত্ব, সাম্প্রতিক বিষয় ও শাসন ব্যবস্থা, উদ্ভিদ ও প্রাণী জগৎ এবং দূষণ/জল পরিশোধন প্রযুক্তি। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ীদের একটি ল্যাপটপ এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ীদের একটি করে ট্যাবলেট দেওয়া হবে।
১০ বছরের বেশি বয়সী শিক্ষার্থী, প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা যাতে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন, সেইভাবেই ক্যুইজের শ্রেণী বিভাগ করা হয়েছে। প্রথম ভাগে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, দ্বিতীয় ভাগে নবম থেকে দ্বাদশ শ্রেণী এবং তৃতীয় ভাগে প্রাপ্ত বয়স্ক ব্যক্তি/বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান/প্রবীণ নাগরিকদের রাখা হয়েছে। উল্লেখ্য, দেশের স্বাধীনতার ৭৫ বছরে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে গৌরবময় ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে গঙ্গা কোয়েস্ট ২০২২ আয়োজন করা হয়েছে।
CG/SS/SB
(Release ID: 1818739)
Visitor Counter : 205