স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ : কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে সামিল স্বাস্থ্য কর্মীদের জন্য বিমা প্রকল্পের মেয়াদ আরও ১৮০ দিন বাড়ল

Posted On: 19 APR 2022 1:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ এপ্রিল, ২০২২

 

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে সামিল স্বাস্থ্য কর্মীদের জন্য বিমা প্রকল্পের সুবিধার মেয়াদ  ১৯শে এপ্রিল থেকে আরও ১৮০ দিন বাড়ানো হয়েছে। কোভিড-১৯ রোগীদের শুশ্রুষার কাজে যুক্ত স্বাস্থ্য কর্মীদের উপর নির্ভরশীলদের সুরক্ষা ব্যবস্থা আরও বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের অতিরিক্ত মুখ্যসচিব (স্বাস্থ্য)/মুখ্যসচিব (স্বাস্থ্য)/ সচিবদের(স্বাস্থ্য) আজ পাঠানো এক চিঠিতে স্বাস্থ্য কর্মীদের মধ্যে এই প্রকল্পের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি গোচরে আনার জন্য ব্যাপক প্রচার চালানোর কথা বলা হয়েছে। 

কোভিড-১৯ রোগীদের শুশ্রুষা বা দেখাশুনার কাজে যুক্ত ২২ লক্ষ ১২ হাজার সার্বজনিক স্বাস্থ্য কর্মী ও বেসরকারি স্বাস্থ্য কর্মীদের ব্যক্তিগত দুর্ঘটনার ক্ষেত্রে ৫০ লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা দিতে ২০২০-র ৩০শে মার্চ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের সূচনা হয়। 

এই স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় বেসরকারি হাসপাতালের কর্মী/অবসরপ্রাপ্ত কর্মী/স্বেচ্ছাসেবক/স্থানীয় স্বশাসিত সংস্থার স্বাস্থ্য কর্মী/চুক্তিবদ্ধ স্বাস্থ্য কর্মী/দৈনিক মজুরির ভিত্তিতে নিযুক্ত স্বাস্থ্য কর্মী/বাইরে থেকে নিয়ে আসা কর্মীদের নিয়ে আসা হয়েছে। কর্মসূচির সূচনার সময় থেকে এখনও পর্যন্ত ১ হাজার ৯০৫ জন স্বাস্থ্য কর্মী, যাঁরা কোভিড কালে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন, তাঁদের দাবি-দাওয়া মেটানো হয়েছে।  

 

CG/BD/SB



(Release ID: 1818049) Visitor Counter : 164