ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

২০২২-২৩ রবি বিপণন মরশুমে (১৭ই এপ্রিল, ২০২২ পর্যন্ত) নয়টি রাজ্য থেকে ৬৯.২৪ লক্ষ মেট্রিক টন গম সংগ্রহ


২০২২-২৩ রবি বিপণন মরশুমে গম সংগ্রহ সম্প্রতি শুরু হয়েছে; এযাবৎ ৫ লক্ষ ৮৬ হাজার কৃষক ন্যূনতম সহায়ক মূল্যবাবদ ১৩ হাজার ৯৫১ কোটি ৪১ লক্ষ টাকা পেয়েছেন

Posted On: 18 APR 2022 3:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ এপ্রিল, ২০২২

 

২০২২-২৩ রবি বিপণন মরশুমে গম সংগ্রহ প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়েছে। মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, নয়টি রাজ্য থেকে গত ১৭ই এপ্রিল পর্যন্ত ৬৯.২৪ লক্ষ মেট্রিক টন গম সংগৃহীত হয়েছে। এর ফলে, ওই নয়টি রাজ্যের ৫ লক্ষ ৮৬ হাজার কৃষক গম সংগ্রহ থেকে ন্যূনতম সহায়ক মূল্যবাবদ ১৩ হাজার ৯৫১ কোটি ৪১ লক্ষ টাকা পেয়েছেন। চলতি রবি বিপণন মরশুমে ইতিমধ্যেই যে নয়টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল থেকে গম সংগ্রহ শুরু হয়েছে সেগুলি হল – মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, গুজরাট এবং রাজস্থান।

২০২১-২২ খরিফ বিপণন মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ প্রক্রিয়া যথাযথভাবে এগিয়ে চলেছে। পরিসংখ্যান অনুযায়ী, এবার খরিফ বিপণন মরশুমে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে গত ১৭ই এপ্রিল পর্যন্ত ৭৫৪.০৮ লক্ষ টন মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে খরিফ শস্য ৭৫০.৯৫ লক্ষ মেট্রিক টন এবং রবি শস্য ৩.১৪ লক্ষ মেট্রিক টন রয়েছে। এখনও পর্যন্ত ১ কোটি ৮ লক্ষ ৯০ হাজার কৃষক খরিফ বিপণন মরশুমে ধান সংগ্রহ থেকে লাভবান হয়েছেন। ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ বাবদ ১ লক্ষ ৪৭ হাজার ৮০০ কোটি ২৮ লক্ষ টাকা মেটানো হয়েছে।

২০২২-২৩ রবি বিপণন মরশুমে গত ১৭ই এপ্রিল পর্যন্ত সর্বাধিক ৩২ লক্ষ ১৬ হাজার ৬৬৮ মেট্রিক টন গম সংগৃহীত হয়েছে পাঞ্জাব থেকে। এর ফলে, রাজ্যের ২ লক্ষ ৫৬ হাজার ৭০ জন কৃষক ন্যূনতম সহায়ক মূল্যবাবদ ৬ হাজার ৪৮১ কোটি ৫৯ লক্ষ টাকা পেয়েছেন। এছাড়াও, হরিয়ানা থেকে ২৭ লক্ষ ৭৬ হাজার মেট্রিক টনের বেশি এবং মধ্যপ্রদেশ থেকে ৮ লক্ষ ৯৮ হাজার টনের বেশি গম সংগৃহীত হয়েছে। হরিয়ানায় চলতি রবি বিপণন মরশুমে এখনও পর্যন্ত ২ লক্ষ ১৫ হাজারের বেশি কৃষক ন্যূনতম সহায়ক মূল্যবাবদ ৫ হাজার ৫৯৪ কোটি টাকার বেশি পেয়েছেন। অন্যদিকে, মধ্যপ্রদেশের ১ লক্ষ ৮ হাজারের বেশি কৃষক লাভবান হয়েছেন। গম সংগ্রহ খাতে ন্যূনতম সহায়ক মূল্যবাবদ এ রাজ্যের কৃষকদের ১ হাজার ৮১০ কোটি টাকার বেশি মেটানো হয়েছে।

 

CG/BD/DM/



(Release ID: 1817823) Visitor Counter : 111