শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

মার্চ মাসে পাইকারি মূল্যভিত্তিক মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ১৪.৫৫ শতাংশে


মুদ্রাস্ফীতির এই উচ্চ হারের জন্য অশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, মৌলিক ধাতু প্রভৃতির দাম বৃদ্ধি দায়ী বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে

মার্চ, ২০২২ –এর জন্য (ভিত্তি বর্ষ ২০১১-১২) ভারতে পাইকারি মূল্যসূচক

प्रविष्टि तिथि: 18 APR 2022 12:24PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ এপ্রিল, ২০২২

 

২০২২-এর মার্চ মাসে মুদ্রাস্ফীতির বার্ষিক হার হয়েছে ১৪.৫৫ শতাংশ (অন্তর্বর্তী)। গত বছর অর্থাৎ ২০২১-এর মার্চে এই হার ছিল ৭.৮৯ শতাংশ। রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের জন্য বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটায় অশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, মৌলিক ধাতু প্রভৃতির দাম একলাভে অনেকটা বেড়েছে। সেই কারণেই মার্চে মুদ্রাস্ফীতির হারের এই উর্ধ্বগতি বলে মনে করা হচ্ছে।

শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের (ডিপিআইআইটি) অর্থনৈতিক উপদেষ্টার কার্যালয় আজ মার্চ, ২০২২-এর অন্তর্বর্তী পাইকারি মূল্যসূচক (ভিত্তি বর্ষ ২০১১-১২) এবং জানুয়ারি ২০২২-এ চূড়ান্ত পাইকারি মূল্যসূচক প্রকাশ করেছে। প্রতি মাসের ১৪ তারিখে (বা তার পরের কাজের দিনে) অন্তর্বর্তী পাইকারি মূল্যসূচক প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট মাসের থেকে দু সপ্তাহের ব্যবধান থাকে। সারা দেশের প্রাতিষ্ঠানিক উৎস এবং নির্বাচিত উৎপাদন কেন্দ্রগুলি থেকে এজন্য তথ্য সংগ্রহ করা হয়। ১০ সপ্তাহ পর, সূচক চূড়ান্ত করে চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করা হয়।

গত তিন মাসে সব পণ্য ও পাইকারি মূল্য সূচকের উপাদানগুলির মুদ্রাস্ফীতির হার নীচে দেওয়া হল।

সূচক সংখ্যা এবং মুদ্রাস্ফীতির বার্ষিক হার (বছর থেকে বছরে %-এর হিসেবে)*

সব পণ্য/ প্রধান ভাগগুলি

গুরুত্ব (%)

জানুয়ারী-২২ (চূড়ান্ত)

ফেব্রুয়ারি-২২ (অন্তর্বর্তী)

মার্চ-২২ (অন্তর্বর্তী)

সূচক

মুদ্রাস্ফীতি

সূচক

মুদ্রাস্ফীতি

সূচক

মুদ্রাস্ফীতি

সব পণ্য

১০০.

১৪৩.

১৩.৬৮

১৪৪.

১৩.১১

১৪৮.

১৪.১৫

প্রাথমিক দ্রব্য

২২.

১৬৭.

১৫.৬০

১৬৬.

১৩.৩৯

১৭০.

১৫.৫৪

তেল ও জ্বালানি

১৩.

১৩৫.

৩৪.৩৬

১৩৯.

৩১.৫০

১৪৬.

৩৪.৫২

উৎপাদিত পণ্য

৬৪.

১৩৭.

.৫০

১৩৮.

.৮৪

১৪১.

১০.৭১

খাদ্য সূচক

২৪.

১৬৬.

.৫৫

১৬৬.

.৪৭

১৬৭.

.৭১

মাসে মাসে পরিবর্তনের ভিত্তিতে ফেব্রুয়ারি, ২০২২ –এর নিরিখে মার্চ, ২০২২ -এ পাইকারি মূল্য সুচক ২.৬৯ শতাংশে দাঁড়িয়েছে। গত ৬ মাসে পাইকারি মূল্যসূচকের মাসিক পরিবর্তন নীচে দেখানো হল:

পাইকারি মূল্য সূচকে মাসে মাসে পরিবর্তন (%-এর হিসেবে)#

সব পণ্য/ প্রধান ভাগগুলি

গুরুত্ব

অক্টোবর-২১

নভেম্বর-২১

ডিসেম্বর-২১

জানুয়ারি-২২

ফেব্রুয়ারি-২২(অন্তর্বর্তী)

মার্চ-২২ (অন্তর্বর্তী)

সব পণ্য

১০০.

.৪০

.১৩

-.২৮

.৩৫

.৭৬

.৬৯

প্রাথমিক দ্রব্য

২২.৬২

.৩৬

.৩১

.০০

-.৫৩

-.৪২

.১০

তেল ও জ্বালানি

১৩.১৫

.৮৮

.৯৪

-.৬২

.১২

.৭৩

.৬৮

উৎপাদিত পণ্য

৬৪.২৩

.৪২

.৫২

-.০৭

.৫১

.৮৭

.৩১

খাদ্য সূচক

২৪.৩৮

.৮৪

.৩৪

-.৮২

-.৭১

.০৬

.৫৪

এপ্রিল ২০২২-এর পাইকারি মূল্য সূচক প্রকাশিত হবে ১৭ই মে ২০২২ তারিখে।

বিশেষ দ্রষ্টব্য

ভারত সরকারের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের ফিল্ড অপারেশন ডিভিশনের সাহায্যে নতুন সিরিজের পাইকারি মূল্য সূচকের জন্য (ভিত্তিবর্ষ ২০১৭-১৮) তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে। শিল্প সংগঠনগুলি যাতে তাদের সদস্যদের এই কাজে সহযোগিতা করতে বলেন, তার অনুরোধ জানানো হচ্ছে।

 

CG/SD/SKD/


(रिलीज़ आईडी: 1817819) आगंतुक पटल : 293
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Tamil , Telugu