স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৮৬ কোটি ৩০ লক্ষ ছাড়িয়েছে

১২ থেকে ১৪ বছর বয়সীদের ২ কোটি ৩৮ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১১ হাজার ১৯১
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৯৪৯
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.২৫ শতাংশ

Posted On: 15 APR 2022 9:37AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ এপ্রিল, ২০২২


দেশে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৮৬ কোটি ৩০ লক্ষ ৬২ হাজার ৫৪৬ ছাড়িয়েছে১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী শিশুদের ২ কোটি ৩৮ লক্ষ ৫৬ হাজার ৪৭৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে। একই ভাবে ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ প্রিকশন ডোজ দেওয়া গত ১০ই এপ্রিল থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সীদের ৮৬ হাজার ৩৪১টি টিকার ডোজ দেওয়া হয়েছে।

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৪,০৪,২৯৫

দ্বিতীয় ডোজ

,০০,০৭,৫৬৬

প্রিকশন ডোজ

৪৫,৮০,৫০৫

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৪,১৪,২২৬

দ্বিতীয় ডোজ

,৭৫,২৪,৮২২

প্রিকশন ডোজ

৭১,০১,৩৫৫

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

,৩৮,৫৬,৪৭৮

দ্বিতীয় ডোজ

৪২,৩৫২

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৭৮,২৬,৫৭৩

দ্বিতীয় ডোজ

,০২,১২,৩৯৩

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৫,৫২,০১,৬৫৫

দ্বিতীয় ডোজ

৪৭,১৯,৮৮,৮৭২

প্রিকশন ডোজ

১৮,৬৯১

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

২০,২৮,৪২,৮৯৯

দ্বিতীয় ডোজ

১৮,৬৬,৪৫,১৩৫

প্রিকশন ডোজ

৬৭,৬৫০

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২,৬৮,০৮,০৮৪

দ্বিতীয় ডোজ

১১,৬২,৬২,৪৪৫

প্রিকশন ডোজ

,৩২,৫৬,৫৫০

প্রিকশন ডোজ

,৫০,২৪,৭৫১

মোট

,৮৬,৩০,৬২,৫৪৬

দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যায় লাগাতার নিম্নমুখী প্রবণতা অব্যাহত থেকে আজ দাঁড়িয়েছে ১১ হাজার ১৯১, যা মোট আক্রান্তের ০.০৩ শতাংশ।

একই ভাবে জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১০ জন এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ৭ হাজার ৩৮

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৯৪৯।

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৬৭ হাজার ২১৩টি কোভিড নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৮৩ কোটি ১১ লক্ষ ৭৭ হাজার ৩৭০

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ক্রমশ নিম্নমুখী। বর্তমানে দেশে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ০.২৫ শতাংশ এবং দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.২৬ শতাংশ।

 

CG/BD/AS/



(Release ID: 1817067) Visitor Counter : 100