তথ্যওসম্প্রচারমন্ত্রক
মাধবপুর ঘেদ উৎসবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর
বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই সাংস্কৃতিক শেকড়ের সঙ্গে নিজেদের যুক্ত করবে
Posted On:
12 APR 2022 8:17PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ এপ্রিল, ২০২২
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর আজ গুজরাটে চারদিনের মাধবপুর ঘেদ মেলা’র তৃতীয় দিনের অনুষ্ঠানে যোগ দেন। এই উপলক্ষে মণিপুরের মুখ্যমন্ত্রী শ্রী এন বীরেন সিং সহ গুজরাটের বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন।
মেলায় যোগ দিয়ে দর্শক শ্রোতাদের উদ্দেশে শ্রী ঠাকুর বলেন, মাধবপুর ঘেদ উৎসব ভারতবাসীকে পরস্পরের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এক বড় প্রতীক হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই এই উৎসব দেশের সুদূর পূর্বপ্রান্তের সঙ্গে পশ্চিমপ্রান্তের যোগাযোগ স্থাপন করেছে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যে উন্নয়নমূলক কাজকর্ম গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে শ্রী ঠাকুর বলেন, বর্তমান সরকার ‘লুক ইস্ট পলিসি’র পরিবর্তে ‘এক্ট ইস্ট পলিসি’ চালু করেছে। এর পর থেকেই উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে পরিকাঠামো ও মৌলিক সুযোগ সুবিধার ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি লক্ষ্য করা গেছে।
শ্রী ঠাকুর আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার ভারতের অতীত সাংস্কৃতিক ঐতিহ্যের পুনরুজ্জীবনে কাজ করে চলেছে। এর প্রতিশ্রুতি হিসেবেই কেদারনাথ মন্দিরে অভাবনীয় সংস্কারের কাজ হয়েছে। অন্যদিকে আবার সোমনাথ মন্দির এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি কাশী বিশ্বনাথ করিডর, রাম মন্দির নির্মাণ এবং চারধাম প্রকল্পের সৌন্দর্যায়নে সরকারের ভূমিকার প্রশংসা করেন।
শ্রী ঠাকুর বলেন, ভারত ১৯৪৭-এ রাজনৈতিক স্বাধীনতা অর্জন করলেও, সাংস্কৃতিক স্বাধীনতা আসেনি। ২০১৪-তে সাংস্কৃতিক জাতিয়তাবাদ রাজনীতির আঙিনার গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক শেকড়ের সঙ্গে নিজেদের আরও বেশি যুক্ত করতে হবে বলে উল্লেখ করে শ্রী ঠাকুর বলেন, দেশে সাংস্কৃতিক পরম্পরার সঙ্গে জড়িত ঘটনাবলী জনসমক্ষে আরও বেশি করে তুলে ধরা সকলের দায়িত্ব।
সম্প্রতি তাঁর আবুধাবি সফরের কথা উল্লেখ করে শ্রী ঠাকুর বলেন, উপসাগরীয় দেশগুলির সঙ্গে ভারতের যে সম্প্রীতিপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছে, তার পেছনে রয়েছে প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা। শীঘ্রই উপসাগরীয় এই দেশটিতে স্বামী নারায়ণ মন্দির গড়ে তোলা হবে।
শ্রী ঠাকুর আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং তার গণমাধ্যমগুলি মাধবপুর ঘেদ উৎসবের আরও বেশি প্রচার চালাবে।
মাধবপুর ঘেদ উৎসব ১০ থেকে ১৩ই এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রপতি এই উৎসবের সূচনা করেন। কেন্দ্রীয় সংস্কৃতি এবং উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রকের সঙ্গে অংশীদারিত্বে গুজরাট সরকার এই উৎসবের আয়োজন করছে।
CG/BD/SKD/
(Release ID: 1816279)
Visitor Counter : 153