আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

জঞ্জাল মুক্ত শহরের লক্ষ্যে

Posted On: 09 APR 2022 10:52AM by PIB Kolkata

নয়াদিল্লী,  ৯ এপ্রিল, ২০২২

                  

“স্বচ্ছ ভারত মিশন- নগর ২.০’র উদ্দেশ্য হল জঞ্জাল মুক্ত শহর তৈরি করা, যে শহরে কোনো জঞ্জাল থাকবেনা।”- নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী।

দেশের পশ্চিমতম প্রান্তে সমৃদ্ধ এক রাজ্য গুজরাট। আয়তনের দিক থেকে পঞ্চম বৃহত্তম এই রাজ্য তার সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য সুপরিচিত। দেশের সবথেকে উন্নত রাজ্য হিসেবে গুজরাট জঞ্জাল ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করে। রাজ্যের ৭৯ হাজার পুরসভাগুলি থেকে প্রতিদিন ১ লক্ষ ৪৮ হাজার টন বর্জ্য পদার্থ সংগ্রহ করা হয়।

মহামারীর মধ্যেও বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। সারা দেশে প্রায় দেড় লক্ষ মেট্রিক টন বর্জ্য পদার্থ শহরাঞ্চলগুলি থেকে পাওয়া যায়। ২০২১এর পয়লা অক্টোবর স্বচ্ছ ভারত মিশন- নগর ২.০  শুরু হয়। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প সূচনা করেন । এর  মধ্য দিয়ে শহরগুলির জমিকে জঞ্জাল মুক্ত করার উদ্যোগ শুরু হয়েছে। এরজন্য জঞ্জাল সংগ্রহের সময় উৎসের পৃথকীকরণ ব্যবস্থাপনার সূচনা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল নতুন ভারতের শহরাঞ্চলের পরিবেশকে আরও উন্নত করা। এর আওতায় ‘লক্ষ জিরো’ ডাম্পসাইট প্রকল্প শুরু হয়েছে। শহরাঞ্চলের ১৪ হাজার একর জমিতে ১৬ কোটি মেট্রিক টন জঞ্জাল মুক্ত করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। শহরের পাশের  ধাপাগুলির জন্য বাস্তুতন্ত্রের ওপর বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এছাড়াও এগুলির জন্য শহরের দৃষ্টি নান্দনিকতায় কুপ্রভাব পরে। স্বচ্ছ ভারত মিশন-নগর ২.০এর আওতায় গুজরাটের বিভিন্ন শহরের ধাপাকে জঞ্জাল মুক্ত করার জন্য ৪০৩ কোটি ৭৭ লক্ষ টাকার একটি প্রকল্প শুরু হয়েছে। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক এই প্রকল্পে কেন্দ্রের ১৪৪ কোটি ৮৫ লক্ষ টাকা মঞ্জুর করেছে। এর সাহায্যে গুজরাটের বড় বড় শহরগুলির মোট ১৯ লক্ষ মেট্রিক টন আবর্জনা সরিয়ে ৮০৬ একর জমির পুনরুদ্ধার করা হবে।  

এর আওতায় রাজকোট পুরসভার ৬ লক্ষ মেট্রিক টন জঞ্জাল অপসারণের কাজ চলছে। সুরন্দ্র নগর- ওয়াধওয়ান এবং পোরবন্দর- ছায়া পুরসভা দুটিও মোট ৯ লক্ষ মেট্রিক টন জঞ্জাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছে। এছাড়াও ভাবনগর ও রাজকোট পুরসভা জঞ্জাল প্রক্রিয়াকরণ প্ল্যান্টের মাধ্যমে জঞ্জাল সমস্যা দূর করার উদ্যোগ গ্রহণ করেছে।  

নগর জীবনে জঞ্জাল ব্যবস্থাপনা একটি অবিচ্ছেদ্য অঙ্গ। কেন্দ্র অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, ওড়িশা, তামিলনাড়ু, দিল্লী ইত্যাদি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৬০০টি শহরকে জঞ্জাল মুক্ত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। স্বচ্ছ ভারত মিশন- নগর ২.০-এর আওতায় শহরগুলি বর্জ্য ব্যবস্থাপনার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিকরা যাতে নিরাপদ পরিবেশে জীবন-যাপন করতে পারেন এবং সংশ্লিষ্ট অঞ্চলে পয়ঃনিকাশী ব্যবস্থাপনার উন্নতি ঘটানো যায় তার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। স্বচ্ছ ভারত মিশনের নিজস্ব ওয়েবসাইট এবং সোস্যাল মিডিয়ায় এ বিষয়ের সর্বশেষ তথ্য জানা যাবে। ফেসবুকে Swachh Bharat Mission - Urban, ট্যুইটার হ্যান্ডেলে @SwachhBharatGov, ইউটিউব চ্যানেল Swachh Bharat Mission-Urban    এবং ইন্সটাগ্রামে sbm_urban-এ বিষয়ে তথ্য জানা সম্ভব।  

 

CG/CB/NS



(Release ID: 1815317) Visitor Counter : 237