বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
সাংহাই সহযোগী সংস্থার (এসসিও) সদস্যভুক্ত দেশগুলির সাধারণ মানুষের খাদ্য, সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা এবং শক্তির ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে উদ্ভূত সমস্যার সমাধানে হাত মেলানোর আহ্বান জানিয়েছে ভারত
Posted On:
08 APR 2022 1:04PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ এপ্রিল, ২০২২
সাংহাই সহযোগী সংস্থার (এসসিও) সদস্যভুক্ত দেশগুলির সাধারণ মানুষের খাদ্য, সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা এবং শক্তির ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে উদ্ভূত সমস্যার সমাধানে হাত মেলানোর আহ্বান জানিয়েছে ভারত। বিজ্ঞান ও প্রযুক্তি, ভূবিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মীবর্গ, গণ অভিযোগ, পেনশন, আণবিক শক্তি এবং মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং একথা জানিয়েছেন। ভার্চুয়াল মাধ্যমে এসসিও-র বৈঠকে ডাঃ জিতেন্দ্র সিং বলেন, এই গোষ্ঠীর সদস্য দেশগুলিকে অবশ্যই জলবায়ু পরিবর্তন রোধ ও জীব বৈচিত্র্যে ক্ষতির মতো পরিবেশগত উদীয়মান সমস্যা মোকাবিলা করতে হবে। তিনি স্মৃতিচারণ করে জানান যে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত বছর দুশানবে-তে এসসিও সম্মেলনে উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে সমস্যা মোকাবিলা এবং উন্নত বিশ্বের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতার বিষয়ে মত প্রকাশ করেছেন। শ্রী সিং বলেন, এর জন্য দেশের মেধাবী তরুণদের বিজ্ঞান ও যুক্তিবাদী চিন্তাধারার প্রতি উৎসাহিত করতে হবে। তিনি আরও বলেন, এধরণের চিন্তাভাবনা এবং উদ্ভাবনী উদ্যোগ তরুণ উদ্যোক্তা এবং স্টার্ট-আপদের মধ্যে যোগাযোগ গড়ে তুলবে। ডাঃ জিতেন্দ্র সিং গবেষণা ও উদ্ভাবন ক্ষেত্রের ধারাবাহিক উন্নতির কথা তুলে ধরেন। গ্লোবাল ইনোভেশন ইনডেক্স অনুসারে ভারত বিশ্বব্যাপী শীর্ষ ৫০টি উদ্ভাবনী অর্থনীতির দেশের মধ্যে ৪৬তম স্থানে রয়েছে। গত কয়েক বছরে সাইবার ফিজিক্যাল সিস্টেম, কোয়ান্টাম কম্পিউটিং, ন্যাশনাল মিশন অন সুপারকম্পিউটিং, ডিপ ওশান মিশন ইত্যাদি একাধিক জন কল্যাণমুখী জাতীয় কর্মসূচি নেওয়া হয়েছে। ডাঃ সিং জানান, গত সাত বছরে সরকার গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে ব্যয় বরাদ্দ প্রায় দ্বিগুণ করেছে। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের জন্য ১৪ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এমনকি জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের পাঁচ বছরের কাজের জন্য ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন রোধের প্রতি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০৭০ সালের মধ্যে দেশে কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলিকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নানান সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।
CG/SS/SKD/
(Release ID: 1815222)
Visitor Counter : 151