সহযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে ১২-১৩ই এপ্রিল সমবায় নীতির উপর দু’দিনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে

Posted On: 08 APR 2022 5:30PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ এপ্রিল, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পরিচালনায় এবং সমবায় ক্ষেত্রের বৃদ্ধি ও সহযোগিতা থেকে সমৃদ্ধির দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য নতুন করে প্রেরণা যোগাতে গত বছর ৬ই জুলাই সমবায় মন্ত্রক নামে একটি নতুন মন্ত্রক গঠন করা হয়। সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রক নতুন প্রকল্প এবং একটি নতুন সমবায় নীতি প্রণয়নের জন্য নিরন্তর কাজ করে চলেছে। প্রাথমিক কৃষি সমবায় সমিতি (পিএসসিএস)গুলির ডিজিটাইজেশন, সমবায় সমিতিগুলির জাতীয় তথ্যভাণ্ডার তৈরি, সমবায়ের বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণের জন্য প্রকল্প এবং ‘সহকার সে সমৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের সমবায় আন্দোলনকে আরও দৃঢ় ও শক্তিশালী করার জন্য মন্ত্রক একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। সমবায় মন্ত্রক একটি নতুন জাতীয় সমবায় নীতি প্রণয়ন করেছে। এতে অর্থনৈতিক ও সামাজিক বাস্তব পরিস্থিতি মোকাবিলা করা সম্ভবপর হবে।
 
এই প্রেক্ষাপটে ১২-১৩ই এপ্রিল নতুন দিল্লিতে সমবায় নীতি সংক্রান্ত দু’দিনের জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন সমবায় প্রতিমন্ত্রী শ্রী বি এল ভার্মা। কেন্দ্রীয় মন্ত্রকের সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের একাধিক আধিকারিক, সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব এবং প্রায় ৪০টি সমবায় প্রতিষ্ঠানের প্রধানেরা সম্মেলনে অংশ নেবেন। 
 
এই সম্মেলনে সামাজিক নিরাপত্তায় সমবায়গুলির ভূমিকা নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের পরিচালনায় মন্ত্রক সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে এই ধরনের সম্মেলন আয়োজনের বিষয় নিয়ে আলোচনা চালিয়েছে। দেশে সমবায় ভিত্তিক অর্থনৈতিক মডেলকে শক্তিশালী করার জন্য একটি নতুন জাতীয় সমবায় নীতি প্রণয়ন করা হয়েছে, তা নিয়েও আলোচনা চালানো হবে। 
 
CG/SS/SKD/

(Release ID: 1815220) Visitor Counter : 168