অর্থমন্ত্রক
জাতীয় পেনশন ব্যবস্থার বিভিন্ন কর্মসূচির আওতায় গ্রাহক সংখ্যা ২০২২ – এর মার্চ পর্যন্ত ৫২০ লক্ষেরও বেশি; বার্ষিক অগ্রগতি ২২ শতাংশের বেশি
Posted On:
08 APR 2022 1:43PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ এপ্রিল, ২০২২
জাতীয় পেনশন ব্যবস্থার আওতায় বিভিন্ন কর্মসূচিতে গ্রাহক সংখ্যা ক্রমশ বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী, গত মার্চ মাসের শেষ পর্যন্ত এই সংখ্যা ছিল ৫ কোটি ২০ লক্ষ হাজার, যা গত বছরের মার্চে ৪ কোটি ২৪ লক্ষ ২০ হাজারের তুলনায় বার্ষিক-ভিত্তিতে ২২.৫৮ শতাংশ বেশি।
জাতীয় পেনশন ব্যবস্থা ও অটল পেনশন যোজনায় গ্রাহক সংখ্যা নিম্নরূপ:
(সংখ্যার হিসাব লক্ষে)
ক্রমিক সংখ্যা
|
ক্ষেত্র
|
মার্চ ২০২০
|
মার্চ ২০২১
|
মার্চ ২০২২
|
বার্ষিক অগ্রগতি (%)
|
১
|
কেন্দ্রীয় সরকার
|
২১.০২
|
২১.৭৬
|
২৮.৮৪
|
৪.৯৬
|
২
|
রাজ্য সরকার
|
৪৭.৫৪
|
৫১.৪১
|
৫৫.৭৭
|
৮.৪৮
|
৩
|
কর্পোরেট ক্ষেত্র
|
৯.৭৩
|
১১.২৫
|
১৪.০৪
|
২৪.৮০
|
৪
|
নাগরিক ক্ষেত্র
|
১২.৫২
|
১৬.৪৭
|
২২.৯২
|
৩৯.১৬
|
৫
|
এনপিএস লাইট*
|
৪৩.৩২
|
৪৩.০২
|
৪১.৮৭
|
|
৬
|
অটল পেনশন যোজনা
|
২১১.৪২
|
২৮০.৪৯
|
৩৬২.৭৭
|
২৯.৩৩
|
মোট
|
৩৪৫.৫৫
|
৪২৪.৪০
|
৫২০.২১
|
২২.৫৮
|
*২০১৫’র পয়লা এপ্রিল থেকে নতুন রেজিস্ট্রেশনে অনুমতি দেওয়া হয়নি।
২০২২ সালের ৩১শে মার্চ পর্যন্ত পরিচালনাধীন মোট পেনশন সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লক্ষ ৩৬ হাজার ৫৯২ কোটি টাকা, যা বার্ষিক-ভিত্তিতে ২৭.৪৩ শতাংশ হারে বৃদ্ধি ঘটেছে।
ন্যাশনাল পেনশন ব্যবস্থা এবং অটল পেনশন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন - www.pfrda.org.in
CG/BD/SB
(Release ID: 1814792)
Visitor Counter : 156