আয়ুষ
যোগ উৎসব নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ দেখা যাচ্ছে; লালকেল্লায় হাজার হাজার মানুষ যোগ উৎসবে অংশগ্রহণ করেছেন
Posted On:
07 APR 2022 12:59PM by PIB Kolkata
নতুন দিল্লী, ০৭ এপ্রিল, ২০২২
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়ুষ মন্ত্রক আজ লালকেল্লায় বিখ্যাত ১৫ই আগস্ট ময়দানে যোগ উৎসবের আয়োজন করে। আন্তর্জাতিক যোগ দিবস শুরুর ৭৫ দিন আগে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই উৎসবে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত, যোগগুরু, উচ্চ পদস্থ আধিকারিক ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন :
আয়ুষ, বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনওয়াল; পর্যটন, সংস্কৃতি ও উত্তর পূর্বাঞ্চল বিষয়ক মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি; শ্রম ও কর্মসংস্থান, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব; বিদেশ ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীমতী মিনাক্ষী লেখী; শ্রম ও কর্মসংস্থান এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি; বন্দর, জাহাজ চলাচল ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর। এছাড়াও যেসব সাংসদরা যোগ উৎসবে অংশগ্রহণ করেন তারা হলেন – জগদম্বিকা পাল, রাজেন্দ্র আগরওয়াল, সুনিতা দুগ্গল, মঙ্গলা সুরেশ আঙ্গারি, সি লালঠানথাঙ্গা, ফাংনন কোনয়াক, তপন কুমার গগৈ, রাজদীপ রায় এবং হরেন সিং বে। সুইডেন, হাঙ্গেরি, ভিয়েতনাম, মাদাগাসকার, ত্রিনিদাদ ও টোব্যাগো, ভেনিজুয়েলা, টোগো, পেরু, কিরগিজস্তান এবং জিম্বাবোয়ের দূতাবাসের রাষ্ট্রদূত এবং উর্ধতন আধিকারিকরাও উপস্থিত ছিলেন। প্রতিবছর ২১শে জুন বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়।
যোগ উৎসবে অংশগ্রহণকারীদের উদ্দেশে লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা বলেন, ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হলো যোগ। তিনি যোগের গুরুত্বের কথা উল্লেখ করেন। শ্রী সর্বানন্দ সোনওয়াল বলেন, আজ বিশ্ব স্বাস্থ্য দিবসে ‘যোগ’ শরীর ও মনের মধ্যে সম্প্রীতি রচনা করছে। মন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক যোগ দিবসে দেশের ৭৫টি ঐতিহ্যশালী স্থানে যোগাভ্যাস করা হবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘এক সূর্য এক বিশ্ব’ অভিযানকে সফল করে তুলতে এই উদ্যোগ। শ্রী সোনওয়াল এই উৎসবে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
আজকের যোগ উৎসবে অভিন্ন যোগ প্রোটোকলের বিষয়ে আলোচনা হয়। যোগ নিদ্রা, প্রাণায়ম, ধ্যান ইত্যাদির গুরুত্বের কথা এই উৎসবে তুলে ধরা হয়েছে। আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা বলেন, যোগ আজ আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। বিশ্বের প্রায় প্রতিটি দেশে যোগাচর্চা চলছে।
পরমার্থ নিকেতনের সভাপতি পূজ্য স্বামী চিদানন্দ সরস্বতী এবং লে-লাদাখের মহাবোধি আন্তর্জাতিক ধ্যান কেন্দ্রের প্রতিষ্ঠাতা ভিক্ষু সঙ্ঘসেনা অনুষ্ঠানে যোগ ব্যায়াম করে দেখান। এছাড়াও মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগের নির্দেশক ডঃ ঈশ্বর ভি বাসবরাড্ডির নেতৃত্বে সংস্থার বিশেষজ্ঞরা উৎসবে যোগ প্রদর্শন করেন। এরা ছাড়াও ৩ হাজার জন যোগ সাধক এই অনুষ্ঠানে অংশ নেন। আয়ুষ মন্ত্রক ছাড়াও মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগ সহ অন্যান্য যোগ প্রতিষ্ঠানগুলির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
CG/CB/ SKD/
(Release ID: 1814535)
Visitor Counter : 193