অর্থমন্ত্রক
বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার প্রক্রিয়ার জন্য ১০টি রাজ্যকে অতিরিক্ত ২৮ হাজার ২০৪ কোটি টাকা
Posted On:
07 APR 2022 3:38PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ এপ্রিল, ২০২২
২০২১-২২-এ বিদ্যুৎ ক্ষেত্রে পূর্ব নির্ধারিত সংস্কার প্রক্রিয়ার জন্য অর্থমন্ত্রকের ব্যয় নির্বাহ দপ্তর ১০টি রাজ্যকে ২৮ হাজার ২০৪ কোটি টাকা অতিরিক্ত ঋণ সংগ্রহের অনুমতি দিয়েছে। এরমধ্যে, সর্বাধিক ৭ হাজার ৫৪ কোটি টাকা ঋণ সংগ্রহের অনুমতি পেয়েছে তামিলনাড়ু। উত্তরপ্রদেশকে ৬ হাজার ৮২৩ কোটি টাকা এবং রাজস্থানকে ৫ হাজার ১৮৬ কোটি টাকা ঋণ সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে।
পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে অর্থমন্ত্রক ২০২১-২২ থেকে ২০২৪-২৫ পর্যন্ত চার বছরের এই সময়-সীমায় প্রতি বছর বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কারমূলক কাজকর্মের জন্য গড় রাজ্যস্তরীয় অভ্যন্তরীণ উৎপাদনের ০.০৫ শতাংশের সমতুল হিসেবে অতিরিক্ত ঋণ সংগ্রহের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ২০২১-২২-এর বাজেট ভাষণে অর্থমন্ত্রী একথা ঘোষণা করেছিলেন। বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কারমূলক কাজকর্মের জন্য অতিরিক্ত ঋণ সংগ্রহের অনুমতি হিসেবে আর্থিক উৎসাহ দেওয়ার উদ্দেশ্য হল, এই ক্ষেত্রের কার্যপরিচালনা ক্ষমতা ও আর্থিক স্বাস্থ্য আরও মজবুত করা। অতিরিক্ত ঋণ সংগ্রহ সম্পর্কিত বিস্তারিত নীতি-নির্দেশিকা ও শর্তাবলী ব্যয় নির্বাহ দপ্তর গত বছরের ৯ জুন জারি করে। দপ্তরের পক্ষ থেকে বলা হয়, বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কারমূলক কাজকর্মের জন্য রাজ্যগুলির উদ্যোগ খতিয়ে দেখা হবে। সেই অনুসারে ২০২১-২২-এ অতিরিক্ত ঋণ সংগ্রহে যোগ্যতার বিষয়টি নির্ধারণ করা হবে। বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির বেসরকারিকরণের জন্য রাজ্যগুলিকে অতিরিক্ত কিছু সুযোগ-সুবিধা দেওয়া হবে বলেও জানানো হয়।
রাজ্যগুলির গৃহীত উদ্যোগের মূল্যায়ন এবং তাদের অতিরিক্ত ঋণ সংগ্রহে অনুমতি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখে কেন্দ্রীয় শক্তি মন্ত্রক। ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত রাজ্যগুলি বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কারের জন্য অতিরিক্ত ঋণ সংগ্রহের সুবিধা নিতে পারবে। এই খাতে রাজ্যগুলিকে উৎসাহ ভাতা হিসেবে ১ লক্ষ ২২ হাজার ৫৫১ কোটি টাকা দেওয়া হবে। যে সমস্ত রাজ্য ২০২১-২২ অর্থবর্ষে সংস্কারের কাজ সম্পূর্ণ করে উঠতে পারেনি, তারা ২০২২-২৩ সালের জন্যও অতিরিক্ত ঋণ সংগ্রহের সুবিধা পাবে বলে জানানো হয়েছে। অবশ্য, রাজ্যগুলিকে এজন্য চলতি অর্থবর্ষে সংস্কারমূলক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।
CG/BD/AS/
(Release ID: 1814482)
Visitor Counter : 177