জলশক্তি মন্ত্রক
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী দিল্লিতে ওখলায় দৈনিক ৫৬৪ মিলিয়ন লিটার শোধণ ক্ষমতা সম্পন্ন এশিয়ার সব থেকে বড় বর্জ্য জল পরিশোধন কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন
Posted On:
06 APR 2022 12:41PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৬ এপ্রিল, ২০২২
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত যমুনা কর্ম পরিকল্পনার তৃতীয় পর্যায়ে নির্মীয়মান ওখলা বর্জ্য জল পরিশোধন কেন্দ্রের অগ্রগতি পর্যালোচনা করেছেন। নির্মীয়মান এই জল পরিশোধন কেন্দ্রটির দৈনিক শোধন ক্ষমতা ৫৬৪ মিলিয়ন লিটার। শ্রী শেখাওয়াত ছট ঘাটে পৌঁছন, সেখান থেকে ১২ কিলোমিটার দূরে যন্ত্রচালিত নৌকোয় ওখলা বোট ক্লাবে পৌঁছন। ওখলা বোট ক্লাব থেকে শ্রী শেখাওয়াত সড়ক পথে বর্জ্য জল পরিশোধন কেন্দ্রে যান। তার সঙ্গে ছিলেন জাতীয় পরিচ্ছিন্ন গঙ্গা মিশনের মহানির্দেশক শ্রী জি অশোক কুমার।
এই প্রকল্প খাতে ৮৫ শতাংশই খরচ বহন করছে কেন্দ্রীয় সরকার। নমামি গঙ্গে কর্মসূচির আওতায় এই অর্থ দেওয়া হচ্ছে। বাকি ১৫ শতাংশ অর্থ রাজ্য সরকার বহন করছে। উল্লেখ করা যেতে পারে ওখলা বর্জ্য জল পরিশোধন কেন্দ্র নির্মাণে খরচ ধরা হয়েছে প্রায় ৬৬৫ কোট ৭৮ লক্ষ টাকা।
শ্রী শেখাওয়াত বলেন, দিল্লির পরিস্থিতির কথা বিবেচনায় রেখে এই পরিশোধন কেন্দ্রটির কাজ ত্বরান্বিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য স্থির হয়েছে। তিনি আরও বলেন, আগামী ডিসেম্বর মাসের পর দিল্লিতে যমুনা নদীতে জলের গুণমান নিশ্চিতভাবে বাড়বে বলে মনে করা হচ্ছে। ওখলা বর্জ্য জল পরিশোধন কেন্দ্রটি এশিয়ার বৃহত্তম এধরণের প্ল্যান্ট। নির্মাণ কাজ শেষ হলে এই পরিশোধন কেন্দ্রের দৈনিক শোধন ক্ষমতা হবে ৫৬৪ মিলিয়ন লিটার। এর ফলে, যমুনা নদীতে জলের গুণমান বাড়বে।
বর্তমানে দিল্লিতে নমামি গঙ্গে কর্মসূচিতে দৈনিক ১ হাজার ২৬৮ মিলিয়ন লিটার জল পরিশোধনের জন্য ১১টি প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্প খাতে খরচ ধরা হয়েছে ২ হাজার কোটি টাকার বেশি। কেন্দ্রীয় সরকার নমামি গঙ্গে কর্মসূচির মাধ্যমে প্রকল্প খাতে খরচের বেশির ভাগ অংশই বহন করছে। এই প্রকল্পগুলি চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
CG/BD/SKD/
(Release ID: 1814187)
Visitor Counter : 158