স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৮৪ কোটি ৮৭ লক্ষ ছাড়িয়েছে


১২-১৪ বছর বয়সীদের ১ কোটি ৯২ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ ১২ হাজার ৫৪ হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৭৯৫

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.২২ শতাংশ

Posted On: 05 APR 2022 9:30AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ এপ্রিল, ২০২২

 

সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৮৪ কোটি ৮৭ লক্ষ ৩৩ হাজার ৮১।

১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ গত ১৬ই মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের ১ কোটি ৯২ লক্ষ ১৮ হাজার ৯৯টি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

১০৪০৩৮৫৯

 

১০০০২২৮০

 

৪৪৯০৯৪১

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

১৮৪১৩৫০৭

 

১৭৫১৪৮৫৫

 

৬৯২৯২০১

 

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

১৯২১৮০৯৯

 

১৫-১৮ বছর বয়সী

 

 

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৫৭৩৮৬৩৯৬

 

৩৮৭১৩৮৮২

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৫৫৪৮০৭৯১৪

 

৪৬৭৬৮৪০০২

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

২০২৭৮৩১৯৪

 

১৮৫৭৩৬৭১৬

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

১২৬৭৬৩৫৭৯

 

১১৫৬৮৯৯৪১৭

 

১২১৯৫২৩৯

 

 

প্রিকশন ডোজ

,৩৬,১৫,৩৮১

 

মোট

 

,৮৪,৮৭,৩৩,৮১

ধারাবাহিকভাবে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থেকে দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১২ হাজার ৫৪ হয়েছে, যা মোট আক্রান্তের ০.০৩ শতাংশ।

একইভাবে জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৮০ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২৪ লক্ষ ৯৬ হাজার ৩৬৯।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯৫ জন।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৬৬ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৯ কোটি ১৫ লক্ষ ৪৬ হাজার ৩৮।

দেশে সাপ্তাহিক ও দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার লাগাতার নিম্নমুখী। সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.২২ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.১৭ শতাংশ।

 

CG/SS/SB



(Release ID: 1813856) Visitor Counter : 113