আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহরাঞ্চলের আওতায় কেন্দ্রীয় অনুমোদন ও পর্যবেক্ষণ কমিটি (সিএসএমসি)-র ৬০তম বৈঠকে পৌরোহিত্য করেছেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের সচিব

Posted On: 31 MAR 2022 10:16AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ মার্চ, ২০২২

 

কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের সচিব শ্রী মনোজ যোশীর পৌরোহিত্যে কেন্দ্রীয় অনুমোদন ও পর্যবেক্ষণ কমিটি (সিএসএমসি)-র ৬০তম বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চলের আওতায় ৬টি রাজ্যে ২.৪২ লক্ষ বাড়ি নির্মাণের জন্য প্রকল্পের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহরাঞ্চলের আওতায় স্বত্ত্বভোগী নীতি-ভিত্তিক নির্মাণ (বিএলসি), অংশীদারিত্বের ক্ষেত্রে সাশ্রয়ী মূল্যে আবাসন (এএইচপি)– এর অধীনে এই বাড়িগুলি নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। যে ৬টি রাজ্য এই বাড়ি নির্মাণের জন্য প্রকল্পের প্রস্তাবে অনুমোদন পেয়েছে, সেগুলি হ’ল – পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, ত্রিপুরা ও তামিলনাডু। 

বৈঠকে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের সচিব বাড়ি নির্মাণ সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা করেন। বাড়ি নির্মাণের পর, তা বন্টনের বিষয়েও পর্যালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহরাঞ্চলের আওতায় বাড়ি নির্মাণের কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে। এই মিশনের অধীনে মোট ১১৭.৯ লক্ষ বাড়ি অনুমোদিত হয়েছে। এর মধ্যে ৯৫.২ লক্ষ বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে এবং ৫৬.৩ লক্ষ বাড়ি নির্মাণ সম্পূর্ণ হয়েছে ও তা সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মিশনের আওতায় মোট ৭.৭০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে কেন্দ্র ১.৯৬ লক্ষ কোটি টাকা আর্থিক সাহায্য দিচ্ছে। এ পর্যন্ত কেন্দ্র ১.১৮ লক্ষ কোটি টাকা অর্থ মঞ্জুর করেছে। ‘সকলের জন্য আবাসন’ – এই দৃষ্টিভঙ্গী নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহরাঞ্চলের আওতায় আবাসন নির্মাণ, কাজ সম্পূর্ণ করা এবং বাড়ি হস্তান্তরের বিষয়ে ত্বরান্বিত করার উপর বিশেষ জোর দেওয়া হয় এই বৈঠকে। পাশাপাশি, সিএসএমসি-র বৈঠকে মন্ত্রকের সচিব অন্ধ্রপ্রদেশে সাশ্রয়ী মূল্যে ভাড়ার আবাসন কমপ্লেক্স (এআরএইচসি) মডেল ২ - এর আওতায় প্রস্তাবগুলিও অনুমোদন করেছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহরাঞ্চলের আওতায় এআরএইচসি হ’ল একটি প্রকল্পের অংশ। এর মাধ্যমে শহরে বসবাসকারী পরিযায়ী/দরিদ্র শ্রেণীর মানুষদের কর্মক্ষেত্রের কাছাকাছি সাশ্রয়ী মূল্যে ভাড়ার বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। 

 

CG/SS/SB


(Release ID: 1811979) Visitor Counter : 228