ভারী শিল্প মন্ত্রক

সেমি কন্ডাক্টর চিপের সরবরাহ বাড়াতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ

Posted On: 29 MAR 2022 12:45PM by PIB Kolkata

নয়াদিল্লী২৯ মার্চ, ২০২২

                               

কেন্দ্রীয় বৈদ্যুতিন তথ্যপ্রযুক্তি মন্ত্রক সেমি কন্ডাক্টরের সরবরাহ বাড়াতে বেশকিছু উদ্যোগ নিয়েছে। এরজন্য যে প্রকল্পগুলি অনুমোদিত হয়েছে :

. হাই পাওয়ার ফ্রিকোয়েন্সি ইলেক্ট্রনিক্সের জন্য ইনকিউবেটর এবং গ্যালিয়াম নাইট্রাইডের সাহায্যে এই উপাদানগুলির তৈরিতে উৎসাহদান

. উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্পে এনএএনডি ফ্ল্যাশ মেমোরির জন্য বিশেষ প্রকল্প। এই প্রকল্পে প্রয়োজনীয় সরঞ্জামের একত্রীকরণ, পরীক্ষা-নিরীক্ষা চালানো এবং প্যাকেজিং-এর কাজ করা হবে।

. উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্পের আওতায় ট্রানজিস্টার, ডায়োড ইত্যাদির মতো সেমি কন্ডাক্টর বর্হিভূত যন্ত্রাংশের জন্য প্রকল্প।

. বৈদ্যুতিন সরঞ্জাম এবং সেমি কন্ডাক্টর তৈরিতে উৎসাহ দানের জন্য প্রকল্পে আর্থিক সুবিধা।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়ছেন ভারি শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী কৃষাণ পাল গুর্জর।

 

CG/CB/NS



(Release ID: 1811099) Visitor Counter : 90