ভারী শিল্প মন্ত্রক
সেমি কন্ডাক্টর চিপের সরবরাহ বাড়াতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ
Posted On:
29 MAR 2022 12:45PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৯ মার্চ, ২০২২
কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক সেমি কন্ডাক্টরের সরবরাহ বাড়াতে বেশকিছু উদ্যোগ নিয়েছে। এরজন্য যে প্রকল্পগুলি অনুমোদিত হয়েছে :
১. হাই পাওয়ার ফ্রিকোয়েন্সি ইলেক্ট্রনিক্সের জন্য ইনকিউবেটর এবং গ্যালিয়াম নাইট্রাইডের সাহায্যে এই উপাদানগুলির তৈরিতে উৎসাহদান
২. উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্পে এনএএনডি ফ্ল্যাশ মেমোরির জন্য বিশেষ প্রকল্প। এই প্রকল্পে প্রয়োজনীয় সরঞ্জামের একত্রীকরণ, পরীক্ষা-নিরীক্ষা চালানো এবং প্যাকেজিং-এর কাজ করা হবে।
৩. উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্পের আওতায় ট্রানজিস্টার, ডায়োড ইত্যাদির মতো সেমি কন্ডাক্টর বর্হিভূত যন্ত্রাংশের জন্য প্রকল্প।
৪. বৈদ্যুতিন সরঞ্জাম এবং সেমি কন্ডাক্টর তৈরিতে উৎসাহ দানের জন্য প্রকল্পে আর্থিক সুবিধা।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়ছেন ভারি শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী কৃষাণ পাল গুর্জর।
CG/CB/NS
(Release ID: 1811099)
Visitor Counter : 117