নীতিআয়োগ
নীতি আয়োগের রপ্তানি প্রস্তুতি সূচক ২০২১ – এর দ্বিতীয় সংস্করণে উপকূলবর্তী অধিকাংশ রাজ্যেই ভালো ফল করেছে; গুজরাট দ্বিতীয়বার তালিকায় প্রথম স্থানে
Posted On:
25 MAR 2022 12:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২২
ইন্সটিটিউট অফ কম্পিটিটিভনেস – এর সঙ্গে অংশীদারিত্বে নীতি আয়োগ আজ রপ্তানি প্রস্তুতি সূচক ২০২১ – এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে রপ্তানি ক্ষেত্রে ভারতের সাফল্যগুলি মূল্যায়ন করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রপ্তানি ক্ষেত্রে নিজেদের সাফল্য মূল্যায়নের জন্য প্রকাশিত সূচক ব্যবহার করতে পারে। এই সূচক অনুযায়ী, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রপ্তানি ক্ষেত্রে আরও ভালো নীতি প্রণয়নে সম্ভাব্য চ্যালেঞ্জগুলি বিশ্লেষণ করে আঞ্চলিক পর্যায়ে রপ্তানি-কেন্দ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারে। আঞ্চলিক পর্যায়ে রপ্তানি বাড়াতে গুরুত্বপূর্ণ মৌলিক দিকগুলি চিহ্নিত করতে রপ্তানি প্রস্তুতিসূচক একটি তথ্য-নির্ভর প্রচেষ্টা।
চারটি মূল স্তম্ভের উপর ভিত্তি করে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সূচক তৈরি করা হয়। এই চারটি স্তম্ভ হ’ল – নীতি; অনুকূল ব্যবসায়িক পরিবেশ; অনুকূল রপ্তানির পরিবেশ এবং রপ্তানি ক্ষেত্রে অর্জিত সাফল্য। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ রাজীব কুমার আজ এই সূচক প্রকাশ করেন। এই উপলক্ষে নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী অমিতাভ কান্ত, কেন্দ্রীয় বাণিজ্য সচিব বি ভি আর সুব্রমনিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশিত সূচকে উপকূলবর্তী অধিকাংশ রাজ্যই ভালো ফল করেছে বলে দেখা গেছে। তবে, গুজরাট সবার উপরে রয়েছে। রপ্তানি প্রস্তুতি সূচক ২০২১ – এ ভারতের রপ্তানি প্রসারের ক্ষেত্রে ৩টি চ্যালেঞ্জের কথা বলা হয়েছে। এগুলি হ’ল – রপ্তানি পরিকাঠামো ক্ষেত্রে আন্তঃ ও আন্তঃআঞ্চলিক ফারাক; দুর্বল ব্যবসায়িক সহায়তা এবং রপ্তানির প্রসারে গবেষণা ও উন্নয়নমূলক পরিকাঠামোগত ঘাটতি।
নীতি আয়োগের পক্ষ থেকে রপ্তানি প্রস্তুতি সূচক প্রকাশের প্রাথমিক উদ্দেশ্যই হ’ল – সমস্ত রাজ্যের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা। সেই সঙ্গে, রপ্তানি বাণিজ্যের প্রসারে এক অনুকূল নীতি প্রণয়ন, আঞ্চলিক পর্যায়ে রাপ্তানি বাড়াতে উৎসাহিত করতে নিয়ন্ত্রণমূলক কাঠামো সরল করা, রপ্তানি ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা এবং রপ্তানি ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মানসিকতার প্রসারে কৌশলগত প্রস্তাবগুলি চিহ্নিত করা। প্রকৃতপক্ষে, এ ধরনের প্রয়াস যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতিযোগিতামূলক মানসিকতা তথা রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পরস্পরকে ছাপিয়ে যাওয়ার মনোভাব গড়ে তুলতে সাহায্য করে।
প্রতিবেদন প্রকাশ করে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ রাজীব কুমার বলেছেন, এই সূচক এক অনুকূল রপ্তানির পরিবেশ গড়ে তুলতে রপ্তানি-কেন্দ্রিক নীতি প্রণয়ন ও তার রূপায়ণে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সাহায্য করবে। আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী অমিতাভ কান্ত সূচকের দ্বিতীয় সংস্করণ সম্পর্কে বলেছেন, এটি বিশ্ব বাণিজ্যিক প্রেক্ষাপটে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতিযোগিতামূলক মানসিকতা তথা পরস্পরকে ছাপিয়ে যাওয়ার মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে।
CG/BD/SB
(Release ID: 1809760)
Visitor Counter : 265