স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
স্বাস্থ্য মন্ত্রকের ফ্ল্যাগশিপ ‘ই-সঞ্জিবনী’ পরিষেবায় রেকর্ড ৩ কোটি টেলি-পরামর্শ
प्रविष्टि तिथि:
25 MAR 2022 2:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২২
ভারত ই-স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছে। স্বাস্থ্য মন্ত্রকের ই-সঞ্জিবনী টেলিমেডিসিন পরিষেবায় ৩ কোটিরও বেশি টেলিপরামর্শ দেওয়া হয়েছে। এমনকি, একদিনেই ১ লক্ষ ৭০ হাজার পরামর্শ দিয়ে এক নতুন রেকর্ড তৈরি হয়েছে।
কয়েকটি রাজ্যে ই-সঞ্জিবনী পরিষেবা সারা সপ্তাহ ধরে পাওয়া যায়। আবার কয়েকটি রাজ্যে এই পরিষেবা দিবারাত্রি মেলে। কোভিড-১৯ এর সময় টেলিমেডিসিন পরিষেবা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। পক্ষান্তরে, হাসপাতালগুলিতে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বোঝা কমেছে। শুধু তাই নয়, প্রত্যন্ত ও দূরবর্তী অঞ্চলের রোগীদের কাছে চিকিৎসকরা ডিজিটাল পদ্ধতিতে প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দিয়েছে। গুণগতমানের চিকিৎসা পরিষেবা প্রদানে ই-সঞ্জিবনী টেলিমেডিসিন পরিষেবা শহর ও গ্রামাঞ্চলের মধ্যে বৈষম্য দূর করেছে।
ই-সঞ্জিবনী এ ধরনের প্রথম পরিষেবা যার দ্বিতীয় কোন বিকল্প নেই। দুটি পদ্ধতিতে ই-সঞ্জিবনী পরিষেবা দেওয়া হয়। এর একটি হ’ল, ই-সঞ্জিবনী আয়ুষ্মান ভারত – স্বাস্থ্য ও রোগী কল্যাণ কেন্দ্র। দ্বিতীয়টি হ’ল, ই-সঞ্জিবনী ওপিডি।
ই-সঞ্জিবনী আয়ুষ্মান ভারত – স্বাস্থ্য ও রোগী কল্যাণ পোর্টালের মাধ্যমে ২ কোটি ২৬ লক্ষ ৭২ হাজারেরও বেশি সুফলভোগী পরিষেবা নিয়েছেন। অন্যদিকে, ই-সঞ্জিবনী ওপিডি ব্যবস্থায় সুফলভোগীর সংখ্যা ৭৩ লক্ষ ৭৭ হাজারেরও বেশি। জাতীয় টেলিমেডিসিন পরিষেবায় সুফলভোগীদের প্রয়োজনীয় পরামর্শ দিতে ১ লক্ষেরও বেশি চিকিৎসক যুক্ত হয়েছেন। ই-সঞ্জিবনী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও রোগী কল্যাণ কেন্দ্রের মাধ্যমে পরিষেবার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাবার বিষয়টি থেকে এই ইঙ্গিত মেলে যে, গ্রাম-ভারত ডিজিটাল স্বাস্থ্য প্রযুক্তির সুবিধা গ্রহণ করছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জাতীয় টেলিমেডিসিন পরিষেবায় সাফল্যের বিষয়টি উপলব্ধি করে প্রতিরক্ষা মন্ত্রকও ‘সেহত ওপিডি’ পরিষেবা শুরু করেছে। প্রতিরক্ষা কর্মীদের টেলিমেডিসিন পরিষেবা দিতে ‘সেহত ওপিডি’ নামে একটি পোর্টালও চালু হয়েছে। শীঘ্রই ‘সেহত ওপিডি’ ব্যবস্থায় প্রাক্তন সেনাকর্মীদের স্বেচ্ছামূলক স্বাস্থ্য কর্মসূচিকেও সামিল করা হবে। জাতীয় এইডস্ নিয়ন্ত্রণ সংগঠন এবং অ্যালায়েন্স ইন্ডিয়া এইচআইভি/এডস্ আক্রান্ত রোগীদের সুবিধার্থে জাতীয় স্তরে একটি টেলিমেডিসিন প্ল্যাটফর্ম ‘ই-এইচআইভি কেয়ার’ শুরু করার লক্ষ্যে কাজ করছে। ই-সঞ্জিবনী ব্যবস্থা যে পদ্ধতিতে পরিচালিত হয়, ঠিক অনুরূপভাবে ই-এইচআইভি কেয়ার পরিষেবা দেওয়া হবে।
দেশে ই-সঞ্জিবনী ব্যবস্থায় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তালিকায় প্রথম ১০টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ও রোগী কল্যাণ তথা ই-সঞ্জিবনী ওপিডি-র সংখ্যা ২৯ লক্ষ ৮৭ হাজার ৩৮৬। এর মধ্যে ই-সঞ্জিবনী আয়ুষ্মান ভারত রোগী কল্যাণ কেন্দ্রের সংখ্যা ২৯ লক্ষ ৭৭ হাজার ৭৭৪ এবং ই-সঞ্জিবনী ওপিডি’র সংখ্যা ৯ হাজার ৬১২।
CG/BD/SB
(रिलीज़ आईडी: 1809756)
आगंतुक पटल : 272