জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

সাগরমালা প্রকল্পের বর্তমান অবস্থা

Posted On: 25 MAR 2022 12:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২২
 
সাগরমালা প্রকল্পের অঙ্গ হিসাবে প্রায় ৫ লক্ষ ৪৮ হাজার কোটি টাকার ৮০০টিরও বেশি কর্মসূচি রূপায়ণের জন্য চিহ্নিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে একাধিক কর্মসূচি রূপায়িত হচ্ছে, যার মধ্যে রয়েছে – বর্তমান বন্দর ও টার্মিনালগুলির মানোন্নয়ন, নতুন বন্দর ও টার্মিনাল নির্মাণ, পর্যটন জেটি নির্মাণ, বন্দরের মধ্যে যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, অভ্যন্তরীণ জলপথ, লাইট হাউস পর্যটন, বন্দর-কেন্দ্রিক শিল্পায়ন, প্রযুক্তি কেন্দ্র স্থাপন প্রভৃতি। 
 
জওহরলাল নেহরু বন্দরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল, দীনদয়াল বন্দর ও পারাদ্বীপ বন্দরে স্মার্ট ইন্ডাস্ট্রিয়াল পোর্ট সিটি এবং ভি ও চিদাম্বরনর বন্দরের কোস্টাল এমপ্লয়মেন্ট ইউনিট সাগরমালা প্রকল্পের অন্তর্ভুক্ত। 
 
১ লক্ষ ২৫ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগে বন্দরের মানোন্নয়ন সম্পর্কিত ১৪টি কর্মসূচি সাগরমালা প্রকল্পের অংশ। এই প্রকল্পগুলি আন্দামান, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক ও তামিলনাডুতে রূপায়িত হচ্ছে। 
লোকসভায় এক লিখিত জবাবে একথা জানান বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল। 
 
CG/BD/SB

(Release ID: 1809744) Visitor Counter : 137