স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

বিশ্ব যক্ষা দিবস ২০২২

Posted On: 24 MAR 2022 2:07PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২৪ মার্চ, ২০২২
 
বিশ্ব যক্ষা দিবস ২০২২ উপলক্ষে উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রীমতী আনন্দিবেন প্যাটেল আজ ভার্চুয়াল পদ্ধতিতে "স্টেপ আপ টু এন্ড টিবি" বা যক্ষা দূরিকরণে পদক্ষেপ শীর্ষক এক কর্মসূচির সূচনা করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়া ২০৩০-এর ৫ বছর আগেই অর্থাৎ ২০২৫-এর মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগ-ব্যাধিগুলি দূরিকরণে ভারতের অঙ্গীকারের কথা পুনরায় উল্লেখ করেন। এই কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ার, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং, নীতি আয়োগের সদস্য ডাঃ ভি কে পল প্রমুখ অংশ নেন।
 
শ্রীমতী আন্দিবেন প্যাটেল বলেন, ২০২৫-এর মধ্যে যক্ষা দূরিকরণের উচ্চাকাঙ্খী লক্ষ্য পূরণে জনআন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি, যেসমস্ত শিশু ও তাদের পরিবার উচ্চ ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগ-ব্যাধির দরুণ সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের বাধা-বিপত্তি দূর করতে শৈশবাবস্থাতেই শিশুর রোগ নির্ণয় ও তা দূরিকরণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন। যক্ষা আক্রান্ত শিশুদের সময়মত চিকিৎসার জন্য পিতা-মাতা, সমাজ, বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি। 
 
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডাঃ মান্ডভিয়া বলেন, ভারতে যক্ষা দূরিকরণে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে ২০৩০-এ সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য পূরণে যক্ষা দূরিকরণে যে লক্ষ্য স্থির হয়েছে, তার ৫ বছর আগেই এই সাফল্য অর্জনে ভারত অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, যক্ষার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে সমাজ ও সরকারের মধ্যে সহযোগিতামূলক প্রয়াস গ্রহণের প্রয়োজন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যক্ষা দূরিকরণের প্রয়াসে সাফল্যের জন্য পুরস্কৃত করে ডাঃ মান্ডভিয়া অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যক্ষা দূরিকরণে আরও ভাল কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন। কোভিড-১৯ জনিত চ্যালেঞ্জের কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দু-বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী মহামারীর মুখোমুখি হতে হয়েছে। তাই এখন সময় এসেছে কোভিডের মত সংক্রামক যক্ষার বিরুদ্ধেও জনআন্দোলন আরও নিবিড় করা। 
 
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ার  স্বাস্থ্যকর্মীদের তৃণমূল স্তরে কাজের প্রশংসা করেন। তিনি বলেন, ভারত কোভিড-১৯ মোকাবিলায় সারা বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। একই ভাবে যক্ষা দূরিকরণেও ভারত বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে। 
 
এই কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রী রাজেশ ভূষণ, ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদের মহানির্দেশক ডঃ বলরাম ভার্গভ সহ উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা যোগ দেন। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1809413) Visitor Counter : 224