স্বরাষ্ট্র মন্ত্রক

রাষ্ট্রপতি আজ রাষ্ট্রপতি ভবনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান-১-এ ২০২২-এর পদ্মবিভূষণ, পদ্মভূষণ, এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন

Posted On: 21 MAR 2022 11:10AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ মার্চ, ২০২২
 
রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ আজ রাষ্ট্রপতি ভবনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান-১-এ ২০২২-এর পদ্ম পুরস্কার প্রদান করবেন। ২০২২-এ দু’জনকে পদ্মবিভূষণ, আটজনকে পদ্মভূষণ এবং ৫৪ জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হবে। আজকের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট পুরস্কারপ্রাপকদের মধ্যে রয়েছেন শ্রী রাধে শ্যাম ও জেনারেল বিপীন রাওয়াত (মরণোত্তর) পদ্মবিভূষণ। পদ্মভূষণ পুরস্কারপ্রাপকদের মধ্যে থাকছেন শ্রী গুলাম নবী আজাদ, শ্রীমতী গুরমীত বাওয়া (মরণোত্তর), শ্রী এন চন্দ্রশেখরন, শ্রী দেবেন্দ্র ঝাঝারিয়া, শ্রী রশিদ খান, ডঃ সাইরাস পুনাওয়ালা প্রমুখ। নাগরিক সংবর্ধনার দ্বিতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী ২৮ই মার্চ অনুষ্ঠিত হবে।
 
পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী – এই তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হয়ে থাকে। বিভিন্ন ক্ষেত্রে যেমন, শিল্পকলা, সমাজসেবা, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং, বাণিজ্য ও শিল্প, ওষুধপত্র, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, অসামরিক পরিষেবা প্রভৃতি ক্ষেত্রে অসামান্য দৃষ্টান্তের স্বীকৃতিস্বরূপ পদ্ম পুরস্কার দেওয়া হয়ে থাকে। ব্যতিক্রমী ও স্বতন্ত্র সেবার জন্য পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়। নির্দিষ্ট একটি ক্ষেত্রে বিশেষ সেবার স্বীকৃতিস্বরূপ পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়ে থাকে। এছাড়া, যে কোনও ক্ষেত্রে বিশেষ সেবার জন্য পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। উল্লেখ করা যেতে পারে, প্রতি বছর সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পদ্ম পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করা হয়।
 
রাষ্ট্রপতি ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রাপকদের হাতে পদ্ম পুরস্কার তুলে দেন। এবার মোট ১২৮ জন পদ্ম পুরস্কার পাচ্ছেন। এর মধ্যে চারজন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ এবং ১০৭ জন পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। পুরস্কারপ্রাপকদের মধ্যে ৩৪ জন মহিলা, ১০ জন বিদেশি নাগরিক / প্রবাসী ভারতীয় / ভারতীয় বংশোদ্ভূত / ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া রয়েছেন। এছাড়াও, এবার ১৩টি মরণোত্তর পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে। 
 
CG/BD/DM/


(Release ID: 1807692) Visitor Counter : 313