স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৮১ কোটি ২৪ লক্ষ ছাড়িয়েছে
১২ থেকে ১৪ বছর বয়সীদের প্রায় ১৮ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ দাঁড়িয়েছে ২৫ হাজার ১০৬, যা মোট আক্রান্তের ০.০৬ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৪৯
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৪০ শতাংশ
Posted On:
21 MAR 2022 9:20AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ মার্চ, ২০২২
দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৮১ কোটি ২৪ লক্ষ ৯৭ হাজার ৩০৩। ১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী শিশুদের ১৭ লক্ষ ৯৯ হাজার ৬৮৪টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
স্বাস্থ্যকর্মী
|
প্রথম ডোজ
|
১,০৪,০৩,০৪৬
|
দ্বিতীয় ডোজ
|
৯৯,৯০,৭১৭
|
প্রিকশন ডোজ
|
৪৩,৫৯,৭২২
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
|
১,৮৪,১২,১৭২
|
দ্বিতীয় ডোজ
|
১,৭৪,৮৯,০৮৮
|
প্রিকশন ডোজ
|
৬৬,৬৬,৪৯৪
|
১২-১৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
১৭,৯৯,৬৮৪
|
১৫-১৮ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৫,৬২,১৫,৩৬৫
|
দ্বিতীয় ডোজ
|
৩,৫৫,২৯,০৬৬
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৫৫,৩৭,৯৫,১১৪
|
দ্বিতীয় ডোজ
|
৪৫,৯৫,৬৩,৩৯৩
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
২০,২৬,১৪,৬২১
|
দ্বিতীয় ডোজ
|
১৮,৩৮,০৬,৬২৯
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
|
১২,৬৬,৪৪,৪৭৬
|
দ্বিতীয় ডোজ
|
১১,৪৪,৮৪,৮৯৭
|
প্রিকশন ডোজ
|
১,০৭,২২,৮১৯
|
প্রিকশন ডোজ
|
২,১৭,৪৯,০৩৫
|
মোট
|
১,৮১,২৪,৯৭,৩০৩
|
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ দাঁড়িয়েছে ২৫ হাজার ১০৬, যা মোট আক্রান্তের ০.০৬ শতাংশ।
একই ভাবে জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫২ জন। এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৪ লক্ষ ৬৭ হাজার ৭৭৪।
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৪৯।
দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৮৪ হাজার ৪৯৯টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৭৮ কোটি ৩০ লক্ষ ৪৫ হাজার ১৫৭।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৪০ শতাংশ। একইভাবে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৪০ শতাংশ।
CG/BD/DM/
(Release ID: 1807690)
Visitor Counter : 142