স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

ডা: মনসুখ মান্ডভিয়া স্বেচ্ছাসেবী সংস্থা গুলির সাথে "কোভিড-১৯ মোকাবিলায় ভারতের জনস্বাস্থ্য ক্ষেত্রে কতটা প্রভাব পড়েছে" শীর্ষক ওয়েবিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেছেন

Posted On: 17 MAR 2022 2:11PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ মার্চ, ২০২২
 
কোভিড-১৯ জনিত অতিমারির ব্যবস্থাপনা বিশেষত, সাম্প্রতিক ওমিক্রণ বৃদ্ধি সারা বিশ্বকে আত্মনির্ভরতার মাধ্যমে এবং প্রযুক্তি নির্ভর হয়ে চলার বিষয়ের সহযোগিতামূলক প্রচেষ্টাকে সুদৃঢ় করেছে। নীতি আয়োগ-এর পক্ষ থেকে এবং কোভিড চলাকালীন তৃণমূল স্তরে কাজ করা ২০০ টিরও বেশি স্বেচ্ছাসেবী সংস্থাকে নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আজ এক ওয়েবিনারের আয়োজন করে। এর বিষয় ছিল, "কোভিড-১৯ মোকাবিলায় ভারতের জনস্বাস্থ্য ক্ষেত্রে কতটা প্রভাব পড়েছে"। মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: মনসুখ মান্ডভিয়া।
 
কেন্দ্রীয় মন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেন যে, সুস্পষ্ট কৌশলগত কারণে অন্যান্য দেশের তুলনায় ভারতে ওমিক্রণ বৃদ্ধিকে প্রতিহত করা গেছে। ওমিক্রণ মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এমনকি সারাবিশ্বে যখন কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমাগতভাবে বেড়ে চলেছে, ভারতে তখন উল্লেখযোগ্যভাবে সেই সংখ্যা হ্রাস পেয়েছে। এর কারণ কোভিড প্রতিষেধক টিকাদানের ব্যাপক সংখ্যা বৃদ্ধি। অধিকমাত্রায় টিকা দানের ফলে কোভিডে আক্রান্তের সংখ্যা কমানো সম্ভব হয়েছে। এর পাশাপাশি নিয়মিত ভাবে জিনোম সিকোয়েন্সিং সহ এই ধরনের পরীক্ষাগুলি করা গেছে। কনটেইনমেন্ট জোন গুলির মাধ্যমে কোভিড আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণ, নজরদারি ব্যবস্থা এবং হোম আইসোলেশন এর ফলে ভারতে কোভিড মোকাবিলা করা সম্ভব হয়েছে।
 
নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করে এবং তার প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে, দেশের জনগণের সহযোগিতা না পেলে এই ধরনের টিকাদান কর্মসূচি কখনোই বাস্তবায়িত হতো না। ভারতের মতো সুবিশাল এবং জনবহুল দেশে টিকাদান অভিযান ব্যাপক সাড়া ফেলেছে। সারা দেশ জুড়ে ১.৮ বিলিয়নের বেশি কোভিড টিকার ডোজ সরবরাহ করা দেশের ক্ষমতার অন্যতম উদাহরণ বলা চলে।
 
কোভিড অতিমারি চলাকালীন ভারত যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল সে সম্পর্কে বলতে গিয়ে ডা: মান্ডভিয়া বলেন, আমরা যে কোভিডকে মোকাবিলা করতে পারি সেটা ভারত দেখিয়ে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত কোভিড মোকাবিলায় দ্রুত চিকিৎসা, ব্যবস্থাপনা এবং টিকাদানের মতো সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে একটি সিদ্ধান্তমূলক এবং শক্তিশালী রাজনৈতিক ইচ্ছা অর্জন করা যেতে পারে।
 
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন যে, প্রযুক্তি দ্বারা পরিচালিত ই- সঞ্জীবনী, কোউইন পোর্টাল, আরোগ্য সেতু অ্যাপ প্রভৃতির মাধ্যমে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে। এতেই বোঝা যায় ভারত প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে কতটা সফলতা অর্জন করেছে।
 
'বসুধৈব কুটুম্বকম' বা 'শুভ লাভ' প্রভৃতির ভারতীয় দর্শনের ওপর জোর দিয়ে তিনি বলেন, ভারত কেবলমাত্র মানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যের ভ্যাকসিন তৈরি করে ক্ষান্ত হয়নি। মানবিক কারণকে সামনে রেখে ১৫০ টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করেছে। ভারত সরকারের এই ভ্যাকসিন মৈত্রী কর্মসূচি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
 
ডা: মনসুখ মান্ডভিয়া তৃণমূল স্তরের সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্টেক হোল্ডারদের কৃতিত্বের প্রশংসা করেন।
 
এই ওয়েবিনারে হার্ভার্ড ইউনিভার্সিটির ডক্টর মার্ক এস্পোসিটো বলেন, কোভিড মোকাবিলায় এবং টিকা দানের ক্ষেত্রে ভারত একটি শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করেছে।
 
বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সভাপতি ড: ক্রিস ইলিয়াস কোভিড মোকাবিলায় ভারত দেশীয়ভাবে নির্মিত ভ্যাকসিন তৈরি করে যেভাবে টিকাদান অভিযান সম্পন্ন করছে তার ব্যাপক প্রশংসা করেন।
 
ভারতের নীতি আয়োগ- এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী অমিতাভ কান্ত তাঁর ভাষণে উল্লেখ করেন যে, সময় মতো স্বচ্ছ এবং প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে টিকাকরণ অভিযান চালানোর ফলে কোভিডের মোকাবিলা করা সম্ভব হয়েছে।
 
তৃণমূল স্তরে কাজ করে চলা স্বেচ্ছাসেবী সংস্থা গুলির ভূমিকার তিনি প্রশংসা করেন।
 
এই ওয়েবিনারে বিভিন্ন কমিউনিটি রেডিও স্টেশন  সহ অন্যান্য সব পক্ষের প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
 
 
CG/ SB


(Release ID: 1807028) Visitor Counter : 281