স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৮০ কোটি ৮০ লক্ষ ছাড়িয়েছে


গত ২৪ ঘণ্টায় ১২-১৪ বছর বয়সীদের ৩ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ ৩০ হাজার ৭৯৯ হয়েছে; যা মোট সক্রিয় রোগীর সংখ্যা ০.০৭ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৩৯

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৩ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৪২ শতাংশ

Posted On: 17 MAR 2022 9:46AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২২

 

সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৮০ কোটি ৮০ লক্ষ ২৪ হাজার ১৪৭।

১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ গতকাল থেকে শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় কিশোর-কিশোরীদের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ লক্ষ ৪০৫টি।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

,০৪,০২,৮৭৬

 

৯৯,৮৮,১৩৩

 

৪৩,৪০,৭৭১

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

,৮৪,১১,৯৩০

 

,৭৪,৮৪,১৫২

 

৬৬.২৩,৫৭১

 

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

,০০,৪০৫

 

১৫-১৮ বছর বয়সী

 

 

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৬১,০৩,৮২০

 

,৫০,৬৯,১২২

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৫৫,৩৬,৪১,৫০৮

 

৪৫,৮১,৭৬,৩৩৫

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

২০,২৫,৮৪,২৮৭

 

১৮,৩৪,৩৩,৫৬২

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

১২,৬৬,২৫,১৮০

 

১১,৪২,৪৯,৪৬৪

 

,০৫,৮৯,০৩১

 

 

প্রিকশন ডোজ

,১৫,৫৩,৩৭৩

 

মোট

 

,৮০,৮০,২৪,১৪৭

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩০ হাজার ৭৯৯ হয়েছে, যা মোট আক্রান্তের ০.০৭ শতাংশ।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৩ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৯১ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২৪ লক্ষ ৫৪ হাজার ৫৪৬।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩৯ জন।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ৭ লক্ষ ১৭ হাজার ৩৩০টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৮ কোটি ১২ লক্ষ ২৪ হাজার ৩০৪।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৪২ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৩৫ শতাংশ।

 

CG/SS/SB



(Release ID: 1806891) Visitor Counter : 146