সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

পিএম – দক্ষ যোজনার সুফলভোগী

Posted On: 16 MAR 2022 2:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২২
 
কেন্দ্রীয় সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক ২০২০-২১ থেকে সারা দেশে প্রধানমন্ত্রী – দক্ষতা ও কুশলতাসম্পন্ন হিতগ্রহী যোজনা (পিএম – দক্ষ) রূপায়ণ করছে। তিনটি সংস্থা এই কর্মসূচি রূপায়ণের দায়িত্বে রয়েছে। এগুলি হ’ল – তপশিলি জাতির সুফলভোগীদের জন্য জাতীয় তপশিলি জাতি অর্থ সহায়তা ও উন্নয়ন নিগম, অন্যান্য অনগ্রসর শ্রেণী/আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জন্য জাতীয় অনগ্রসর শ্রেণী অর্থ সহায়তা ও উন্নয়ন নিগম এবং আবর্জনা থেকে কাগজ ও অন্যান্য সামগ্রী সংগ্রহকারী মানুষ সহ সাফাই কর্মচারীদের জন্য জাতীয় সাফাই কর্মচারী অর্থ সহায়তা ও উন্নয়ন নিগম। পিএম – দক্ষ কর্মসূচিতে ২০২১-২২ এ নথিভুক্ত হওয়া ব্যক্তির সংখ্যা ৭১ হাজার ৫৯৬। 
পিএম – দক্ষ কর্মসূচিতে দক্ষতা উন্নয়নে যে প্রশিক্ষণ দেওয়া হয়, সে সম্পর্কে সচেতনতা বাড়াতে মুদ্রণ মাধ্যম ও সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করা হয়ে থাকে। আগ্রহী ব্যক্তি, যাঁদের ইন্টারনেট/স্মার্টফোনের সুবিধা নেই, তাঁরা যে কোনও সাইবার ক্যাফেতে গিয়ে পিএম-দক্ষ পোর্টালে নাম নথিভুক্ত করতে পারেন।
মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, পিএম-দক্ষ পোর্টালে ২০২১-২২ এ মোট ৩ হাজার ৩৪৭ জন প্রশিক্ষণের জন্য নথিভুক্ত হয়েছেন। এছাড়াও, ১ হাজার ৫৮৭ জনের প্রশিক্ষণ শেষে ৪৪১ জন কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। 
রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান সামাজিক বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক। 
 
CG/BD/SB


(Release ID: 1806859) Visitor Counter : 147