স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে বর্তমানে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ৩২ হাজার ৮১১; মোট সংক্রমিতের ০.০৮ শতাংশ চিকিৎসাধীন


দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৭৬

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৮০ কোটি ৬০ লক্ষ ছাড়িয়েছে

জাতীয় স্তরে আরোগ্যের হার বর্তমানে ৯৮.৭২ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৪৪ শতাংশ

Posted On: 16 MAR 2022 9:18AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২২

 

ভারতে কোভিড সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮৭৬ জন। বর্তমানে ৩২ হাজার ৮১১ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ০.০৮ শতাংশ চিকিৎসাধীন। 

কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। জাতীয় আরোগ্য লাভের হার ৯৮.৭২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮৪ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৫০ হাজার ৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। 

দেশ জুড়ে নমুনা পরীক্ষার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৭ লক্ষ ৫২ হাজার ৮১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৭৮ কোটি ৫ লক্ষ ৬ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  

ভারতে নমুনা পরীক্ষা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ০.৪৪ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হারও ০.৩৮ শতাংশ।

ভারতে এ পর্যন্ত ১,৮০,৬০,৯৩,১০৭টি টিকার ডোজ দেওয়া হয়েছে। 

স্বাস্থ্য কর্মীদের মধ্যে ১,০৪,০২,৭৯৪ জন টিকার প্রথম ডোজ, ৯৯,৮৭,২৭৯ জন টিকার দ্বিতীয় ডোজ এবং ৪৩,৩২,০৭১ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৪,১১,৭৯২ জন প্রথম ডোজ, ১,৭৪,৮২,৩৮৬ জন দ্বিতীয় ডোজ এবং ৬৬,০২,১৪৬ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ৫,৬০,৪১,২৮২ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩,৪৭,৪০,০০৪ জন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫৫,৩৫,৬০,১৭৪ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৫,৭৪,২৫,০৩০ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২০,২৫,৭১,৪০২ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৮,৩২,৫৪,৩৮৫ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ১২,৬৬,১৬,৩৫২ জন প্রথম ডোজ, ১১,৪১,৩৫,৫৪৫ জন দ্বিতীয় ডোজ এবং ১,০৫,৩০,৪৬৫ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। এ পর্যন্ত দেশে মোট ২,১৪,৬৪,৬৮২টি সতর্কতামূলক ডোজ দেওয়া হয়েছে।       

 

CG/CB/SB



(Release ID: 1806666) Visitor Counter : 158