স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৯১৭; দেশে মোট আক্রান্ত হারের ০.০৮ শতাংশ


গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৬৮

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৮০ কোটি ৪০ লক্ষ ছাড়িয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭২ শতাংশ

সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ০.৪৬ শতাংশ

Posted On: 15 MAR 2022 9:49AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ মার্চ, ২০২২

 

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩৩ হাজার ৯১৭ হয়েছে, যা মোট আক্রান্তের ০.০৮ শতাংশ।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭২ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭২২ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২৪ লক্ষ ৪৬ হাজার ১৭১।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৮ জন।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ৭ লক্ষ ১ হাজার ৭৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৭ কোটি ৯৭ লক্ষ ৫৪ হাজার ১৫৬।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৪৬ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৩৭ শতাংশ।

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৮০ কোটি ৪০ লক্ষ ২৮ হাজার ৮৯১।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

 

প্রিকশন ডোজ

,০৪,০২,৭৩১

 

৯৯,৮৫,৯২৩

 

 

৪৩,২১,৭৭৫

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

,৮৪,১১,৬১৫

 

,৭৪,৮০,২১৮

 

৬৫,৮২,৮৪০

 

১৫-১৮ বছর বয়সী

 

 

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৫৯,৬৮,৯০৯

 

,৪৩,০৯,১১১

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৫৫,৩৪,৫৫,৬৪৬

 

৪৫,৬৪,৬৭,৩৬৪

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

২০,২৫,৫৫,২১৯

 

১৮,৩০,২৯,৯৮৩

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

১২,৬৬,০৫,০৯৮

 

১১,৩৯,৯৪,২৪০

 

,০৪,৫৮,২১৯

 

 

প্রিকশন ডোজ

,১৩,৬২,৮৩৪

 

মোট

 

,৮০,৪০,২৮,৮৯১


 

CG/SS/SB



(Release ID: 1806183) Visitor Counter : 170