স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে বর্তমানে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ৩৬ হাজার ১৬৮, যা গত ৬৭৫ দিনের মধ্যে সর্বনিম্ন


দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫০৩, যা গত ৬৮০ দিনের মধ্যে সর্বনিম্ন

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৮০ কোটি ১৯ লক্ষ ছাড়িয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭২ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৪৭ শতাংশ

Posted On: 14 MAR 2022 10:05AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ মার্চ, ২০২২


ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৫০৩ জন, যা গত ৬৮০ দিনের মধ্যে সর্বনিম্ন। বর্তমানে ৩৬ হাজার ১৬৮ জন চিকিৎসাধীন, ৬৭৫ দিনের হিসাবে যা সর্বনিম্ন। দেশে মোট সংক্রমিতের মাত্র ০.০৮ শতাংশ চিকিৎসাধীন।

কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। জাতীয় আরোগ্য লাভের হার ৯৮.৭২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৭৭ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৪১ হাজার ৪৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

দেশ জুড়ে নমুনা পরীক্ষার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৫ লক্ষ ৩২ হাজার ২৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৭৭ কোটি ৯০ লক্ষ ৫২ হাজার ৩৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  

ভারতে নমুনা পরীক্ষা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ০.৪৭ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হারও ০.৪৭ শতাংশ।

ভারতে এ পর্যন্ত ১,৮০,১৯,৪৫,৭৭৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য কর্মীদের মধ্যে ১,০৪,০২,৬৪৭ জন টিকার প্রথম ডোজ, ৯৯,৮৪,৭৮৪ জন টিকার দ্বিতীয় ডোজ এবং ৪৩,১১,৫৬৬ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৪,১১,৫০৫ জন প্রথম ডোজ, ১,৭৪,৭৭,৭৫৭ জন দ্বিতীয় ডোজ এবং ৬৫,৬৫,২৪৮ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ৫,৫৮,৯২,৬০৫ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩,৩৮,৮৩,৮৮০ জন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫৫,৩৩,৪৭,৯০২ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৫,৫৪,৯৪,৩৮৮ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২০,২৫,৩৭,৭৩৪ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৮,২৮,০১,৪৮৭ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ১২,৬৫,৯৩,৫৫৭ জন প্রথম ডোজ, ১১,৩৮,৫০,৯৭৯ জন দ্বিতীয় ডোজ এবং ১,০৩,৮৯,৭৪০ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। এ পর্যন্ত দেশে মোট ২,১২,৬৬,৫৫৪টি সতর্কতামূলক ডোজ দেওয়া হয়েছে।

     

CG/CB/SB



(Release ID: 1805829) Visitor Counter : 169