স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে ক্রমবর্ধমান ভাবে এ পর্যন্ত ১৭৯.৯১ কোটিরও বেশি করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে


গত ২৪ ঘন্টায় ১৮.১৮ লক্ষেরও বেশি মানুষকে টিকার ডোজ দেওয়া হয়েছে

আরোগ্যের হার বর্তমানে হয়েছে ৯৮.৭১ শতাংশ

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬১৪

ভারতে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৪০,৫৫৯

সাপ্তাহিক ভাবে আক্রান্তের হার বর্তমানে রয়েছে ০.৫২ শতাংশ

Posted On: 12 MAR 2022 10:28AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ মার্চ, ২০২২
 
সারাদেশে গত ২৪ ঘন্টায় ১৮.১৮ লক্ষেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এই সংখ্যা হচ্ছে ১৮ লক্ষ ১৮ হাজার ৫১১। কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়ে সামগ্রিকভাবে ১৭৯.৯১ কোটি অতিক্রম করেছে। 
 
এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে মোট এপর্যন্ত সামগ্রিকভাবে ১৭৯ কোটি ৯১ লক্ষ ৫৭ হাজার ৪৮৬ জনকে টিকা প্রদান করা হয়েছে। আজ সকাল ৭ টা পর্যন্ত এই রিপোর্ট পাওয়া গেছে।
 
এদিকে আজ সকাল ৭ টা পর্যন্ত পাওয়া রিপোর্টে জানা গেছে-
 
ভারতে এ পর্যন্ত ১ কোটি ০৪ লক্ষ ০২ হাজার ৫২৮ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৯৯ লক্ষ ৮৩ হাজার ০৪৪ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন।
 
প্রিকসান ডোজ পেয়েছেন ৪২ লক্ষ ৯৯ হাজার ৬৬৮।
 
অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৮৪ লক্ষ ১১ হাজার ২৮১ জন কর্মী প্রথম ডোজ এবং ১ কোটি ৭৪ লক্ষ ৭৪  হাজার ২৮১ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন।
 
প্রিকসান ডোজ নিয়েছেন ৬৫ লক্ষ, ২৬ হাজার ৬১০ জন।
 
অন্যদিকে, ১৫-১৮ বছর বয়সী প্রথম ডোজ পেয়েছেন ৫ কোটি ৫৭ লক্ষ ৯৬ হাজার ৮৭৬ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৩৩ লক্ষ ৪২ হাজার ৫৭৯ জন।
 
একইভাবে, ১৮-৪৪ বছর বয়সী ৫৫ কোটি ৩১ লক্ষ ৮২ হাজার ৩৯৭ জন প্রথম ডোজ এবং ৪৫ কোটি ৪২ লক্ষ ১৩ হাজার ৫২৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫-৫৯ বছর বয়সী ২০ কোটি ২৫ লক্ষ ০১ হাজার ৪৪১ জন প্রথম ডোজ এবং ১৮ কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার ৯৯৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। 
 
এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ১২ কোটি ৬৫ লক্ষ ৭৪ হাজার ৩৩১ জন প্রথম ডোজ পেয়েছেন।
 
দ্বিতীয় ডোজ পেয়েছেন ১১ কোটি ৩৬ লক্ষ ৪৭ হাজার ৭৩৩ জন।
 
প্রিকসান ডোজ পেয়েছেন ১ কোটি ০৩ লক্ষ ২৫ হাজার ১৯১।
 
মোট প্রিকসান ডোজ পেয়েছেন ২ কোটি ১১ লক্ষ ৫১ হাজার ৪৬৯।
 
অন্যদিকে, মোট ১৭৯ কোটি ৯১ লক্ষ ৫৭ হাজার ৪৮৬ জন টিকার ডোজ পেয়েছেন।
 
করোনা প্রতিষেধক টিকা দান অভিযান নতুন পর্যায়ে সর্বজনীনভাবে ২১ জুন, ২০২১ থেকে শুরু হয়েছে।
 
গত ২৪ ঘন্টায় সারাদেশে মোট ৫ হাজার ১৮৫ জন রোগী আরোগ্য হয়ে উঠেছেন।
 
করোনা জনিত অতিমারির শুরু থেকে এ পর্যন্ত ৪ কোটি, ২৪ লক্ষ, ৩১ হাজার ৫১৩ জন আরোগ্য হয়ে উঠেছেন। আরোগ্যের হার বর্তমানে দাঁড়িয়েছে ৯৮.৭১ শতাংশ। 
 
দেশে গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৬১৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
 
দেশে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৪০,৫৫৯। বর্তমানে সুস্পষ্টভাবে আক্রান্তের পরিমাণ ০.০৯ শতাংশ।
 
গত ২৪ ঘন্টায় দেশে মোট ৮,২১,১২২ টি নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়া সারাদেশে এ পর্যন্ত ৭৭ কোটি ৭৭ লক্ষ (৭৭ কোটি ৭৭ লক্ষ ৫৮ হাজার ৪১৪)  নমুনা পরীক্ষা হয়েছে।
 
বর্তমানে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ০.৫২ শতাংশ। অন্যদিকে, দৈনিক ভিত্তিতে এই আক্রান্তের হার ০.৪৪ শতাংশে রয়েছে।
 
CG/ SB


(Release ID: 1805433) Visitor Counter : 125