নির্বাচনকমিশন
গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের বিধানসভার সাধারণ নির্বাচন এবং আসামের মাজুলি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ভোট গণনা সংক্রান্ত বিষয়
Posted On:
09 MAR 2022 8:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ মার্চ, ২০২২
গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের বিধানসভার সাধারণ নির্বাচন এবং আসামের মাজুলি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ভোট গণনা আগামীকাল। গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোট ৬৭১ জন গণনা পর্যবেক্ষক, ১৩০ জন পুলিশ পর্যবেক্ষক এবং ১০ জন বিশেষ পর্যবেক্ষক থাকছেন। নির্বাচন কমিশন গণনা ব্যবস্থার তত্ত্বাবধানের জন্য দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিককে মিরাট এবং বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে বারাণসীতে বিশেষ আধিকারিক হিসেবে নিযুক্ত করেছে।
সমস্ত গণনা কেন্দ্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেখানে ইভিএমগুলি রাখা হয়েছে, সমস্ত স্ট্রংরুমে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। সংশ্লিষ্ট ব্যক্তিরা ২৪ ঘণ্টা সিসিটিভি কভারেজের মাধ্যমে স্ট্রংরুমের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করছেন। নির্বাচনী রাজ্যগুলিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন গণনা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি করেছে।
গণনার দিন সকাল ৮টার আগে প্রাপ্ত পোস্টাল ব্যালটগুলি গোনা হবে। পোস্টাল ব্যালট পেপার গণনা শুরু হওয়ার ৩০ মিনিটের ব্যবধানে, সকাল সাড়ে আটটায় ইভিএম-এর ভোট গণনা শুরু হবে। প্রতি রাউন্ড গণনার পর একটি নির্ধারিত বিন্যাসে ফলাফল প্রকাশ করা হবে। সেখানে রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষক স্বাক্ষর করবেন। একটি করে কপি প্রার্থীদের দেওয়া হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট (https://results.eci.gov.in) –তেও এই ফলাফল জানা যাবে। উল্লেখ্য কমিশন সময়ে সময়ে ভোট গণনা সংক্রান্ত বিশদ নির্দেশিকা জারি করেছে। প্রতিটি গণনা কেন্দ্রে মিডিয়া সেন্টার তৈরি করা হয়েছে। সংবাদমাধ্যমের কর্মীদের পাস দেওয়া হয়েছে। শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদেরই গণনা কেন্দ্রের ভেতর প্রবেশের ছাড়পত্র দেওয়া হবে। সকাল ৮টার পর থেকে ফলাফল এবং এগিয়ে-পিছিয়ে থাকার প্রবণতাগুলি জানা যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট, ভোটার হেল্পলাইন অ্যাপ থেকে। কোনো ব্যক্তি গুজব বা ভুল তথ্য ছড়ালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কমিশন গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দল এবং প্রার্থী সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তির কাছ থেকে পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছে।
CG/SS/SKD/
(Release ID: 1804612)
Visitor Counter : 165