স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৭৯ কোটি ৩৩ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘন্টায় ১৮ লক্ষ ৬৯ হাজারের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৬৯ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৭৫

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৪৬ হাজার ৯৬২

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৬২ শতাংশ

Posted On: 09 MAR 2022 9:39AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ মার্চ, ২০২২


দেশে গত ২৪ ঘন্টায় ১৮ লক্ষ ৬৯ হাজার (১৮.৬৯,১০৩) ডোজেরও বেশি টিকা দেওয়া হয়েছে। এরফলে, আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ১৭৯ কোটি ৩৩ লক্ষ ছাড়িয়ে গেছে (,৭৯,৩৩,৯৯,৫৫৫)

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৪,০২,২৯২

দ্বিতীয় ডোজ

৯৯,৭৮,৯৫৮

সতর্কতামূলক ডোজ

৪২,৬৮,৭৩৪

সামনের সারির করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৪,১০,৮৩২

দ্বিতীয় ডোজ

,৭৪,৬৬,৫০১

সতর্কতামূলক ডোজ

৬৪,৪১,৪৮০

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৫৫,৮০,৮৭২

দ্বিতীয় ডোজ

,২০,৩৪,৩৯২

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৫,২৮,৫৯,৩২০

দ্বিতীয় ডোজ

৪৫,১৬,৮৪,৫২৪

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

২০,২৪,৫০,০৫১

দ্বিতীয় ডোজ

১৮,১৮,৭১,৫৬২

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২,৬৫,৪০,৬০৬

দ্বিতীয় ডোজ

১১,৩২,৬৩,০৬০

সতর্কতামূলক ডোজ

,০১,৪৬,৩৭১

সতর্কতামূলক ডোজ

,০৮,৫৬,৫৮৫

মোট

,৭৯,৩৩,৯৯,৫৫৫

দেশে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৭ হাজার ৪১৬ জন। এর ফলে, অতিমারীর শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা ৪ কোটি ২৪ লক্ষ ১৩ হাজার ৫৬৬

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৬৯ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৭৫

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৪৬ হাজার ৯৬২এরফলে দেশে মোট করোনা আক্রান্তের মধ্যে সুস্পষ্ট ভাবে উপসর্গযুক্ত রোগীর হার দাঁড়িয়েছে ০.১১ শতাংশ

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ৮ লক্ষ ৯৭ হাজার ৯০৪টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৭৭ কোটি ৫২ লক্ষেরও বেশি (৭৭,৫২,০৮,৪৭১)

দেশজুড়ে নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে। বর্তমানে দেশের সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৬২ শতাংশ এবং দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৫১ শতাংশ।


CG/SD/AS/



(Release ID: 1804607) Visitor Counter : 113