শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
কেন্দ্রীয় শ্রম মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের জন্য বিশেষ প্রচার চালানোয় ইপিএফও এবং ইএসআইসি-এর উচ্ছ্বসিত প্রশংসা জানান
Posted On:
09 MAR 2022 11:09AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ মার্চ, ২০২২
আন্তর্জাতিক নারী দিবসে, আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের দুটি গুরুত্বপূর্ণ শাখা ইপিএফও এবং ইএসআইসি একাধিক মহিলা বান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে। মহিলাদের দায়ের করা সমস্ত দাবিদাওয়া নিষ্পত্তি ছাড়াও তাদের সুবিধার্থে ‘নারী ক্ষমতায়ন ডেস্ক’ চালু করা হয়েছে।
ইপিএফও, ইএসআইসি এবং ডিজিএমএস যৌথভাবে গতকাল ‘নারী কর্মশক্তির মূল্য ও ক্ষমতায়ন’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব, প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি, মন্ত্রকের সচিব সহ অন্য আধিকারিকেরা।
অনুষ্ঠানে শ্রী ভূপেন্দ্র যাদব ইপিএফও এবং ইএসআইসি-র এই অনন্য উদ্যোগের জন্য সাধুবাদ জানান। তিনি বলেন, ইপিএফও হলো বিশ্বাসের প্রতীক এবং ইএসআইসি প্রশংসনীয় পরিষেবার কাজ করে চলেছে। মহিলাদের দাবিদাওয়া নিষ্পত্তির জন্য ইপিএফও এবং ইএসআইসি যে উদ্যোগ নিয়েছে তারও ভূয়সী প্রশংসা করেনতিনি। শ্রী যাদব বলেন, কেন্দ্রীয় সরকার মহিলাদের শুধুমাত্র কর্মক্ষেত্রে সমতা ও কাজ পছন্দ করার সমান অধিকারই নিশ্চিত করেনি, একই সঙ্গে সঠিক কাজ বাছাইয়ের স্বাধীনতা এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করেছে। অনুষ্ঠানে শ্রম সচিব শ্রী সুনীল ভরতওয়াল কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের অনুপাতের বিষয়টি তুলে ধরেন।
আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ইপিএফও সারা দেশে ৭৫ লক্ষ মহিলার নাম নথিভুক্তিকরণের জন্য ‘ই-নমিনেশন’ -এর লক্ষ্য নিয়েছে। নারী দিবস উদযাপনে সপ্তাহব্যাপী এই বিশেষ অভিযান চালানো হবে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, দিল্লি এবং মুম্বাইয়ে ‘নারী ক্ষমতায়ন ডেস্ক’ –এর উদ্বোধন করেছেন।
CG/SS/SKD/
(Release ID: 1804597)
Visitor Counter : 170