প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী শ্রী মার্ক রুট-এর মধ্যে টেলিফোনে বার্তালাপ

प्रविष्टि तिथि: 08 MAR 2022 9:44PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ মার্চ, ২০২২
 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী শ্রী মার্ক রুট-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন। 
 
দুই নেতাই ইউক্রেনের বর্তমান পরিস্থিতি এবং সেখানকার মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হিংসা ও বৈরিতার অবসান ঘটিয়ে আলোচনা ও কূটনীতির পথে ফিরে আসার যে আবেদন ভারত বার বার রাখছে, তা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বর্তমানে যে আলোচনা চলছে তাকে স্বাগত জানিয়ে এর থেকে দ্রুত সমস্যার নিষ্পত্তি হবে বলে প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেছেন। 
 
সংঘর্ষদীর্ণ এলাকা থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার করে নিয়ে আসার কাজের অগ্রগতি এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ওষুধপত্র সহ জরুরি ত্রাণ সরবরাহের যে উদ্যোগ ভারত নিয়েছে সেই সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী, প্রধানমন্ত্রী রুটকে জানান। 
 
২০২১ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী রুট-এর সঙ্গে ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী তাঁকে শীঘ্র ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
 
CG/SD/SKD/

(रिलीज़ आईडी: 1804449) आगंतुक पटल : 182
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam