অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইউক্রেনের প্রতিবেশী দেশ থেকে আজ ১৩০০ ভারতীয়কে অসামরিক বিমানে দেশে ফিরিয়ে আনা হয়েছে


এ পর্যন্ত ১৭ হাজার ৪০০ ভারতীয়কে বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনা হয়েছে

Posted On: 07 MAR 2022 5:28PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ মার্চ, ২০২২

 

ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য 'অপারেশন গঙ্গা'র অধীনে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলি থেকে সাতটি বিশেষ অসামরিক বিমানে আজ ১৩১৪ জন ভারতীয় কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সেই সঙ্গে গত ২২ ফেব্রুয়ারি, ২০২২ থেকে এ পর্যন্ত বিশেষ বিমানে মোট ১৭ হাজার ৪০০ জনেরও বেশি ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। একটি সি-১৭ বিমান আজ সন্ধ্যায় পৌঁছানো আশা করা হচ্ছে। সেখানে মোট ২০১ জন যাত্রী রয়েছে।

আজ যে বিশেষ বিমানগুলি ভারতে এসেছে তার মধ্যে ৪ টি দিল্লিতে এবং দুটি মুম্বাইতে নেমেছে। রাতের দিকে আরো একটি বিমান আসার কথা। পাঁচটি বিমান বুদাপেস্ট থেকে এবং একটি বুখারেস্ট ও একটি সুসেভা থেকে ভারতীয় যাত্রীদের নিয়ে এসেছে।

আগামীকাল আরও দুটি বিশেষ বিমান সুসেভা থেকে চারশ জন যাত্রীকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার কথা রয়েছে।

 

CG/ SB


(Release ID: 1803787) Visitor Counter : 164