প্রধানমন্ত্রীরদপ্তর

ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রীর কথা

Posted On: 07 MAR 2022 12:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ মার্চ, ২০২২


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইউক্রেনের রাষ্ট্রপতি মিঃ ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাতের পরিস্থিতি ও আলোচনার বিষয়ে রাষ্ট্রপতি জেলেনস্কি বিস্তারিতভাবে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। শ্রী মোদী বর্তমান সংঘর্ষ ও তার প্রেক্ষিতে উদ্ভূত মানব সভ্যতার সঙ্কট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আবারও হিংসার পথ ত্যাগ করতে বলেন। যে কোনও বিষয়ের শান্তিপূর্ণ সমাধান ও উভয় পক্ষের মধ্যে সরাসরি আলোচনার ক্ষেত্রে ভারত সবসময় পাশে রয়েছে বলে তিনি জানান । প্রধানমন্ত্রী ইউক্রেন থেকে ২০ হাজারেরও বেশি ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনার কাজে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সহযোগিতার জন্য তাঁদের ধন্যবাদ জানান। সেদেশে এখনও যেসব ভারতীয় ছাত্রছাত্রী রয়েছেন, তিনি তাঁদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি তাঁদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনার উপর গুরুত্ব দেন।


CG/CB/SB



(Release ID: 1803548) Visitor Counter : 168