খনিমন্ত্রক
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতে খনিজ সম্পদ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছে
১৭২-তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
प्रविष्टि तिथि:
05 MAR 2022 1:29PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ মার্চ, ২০২২
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জি এস আই ভারতের প্রধান ভূতাত্ত্বিক সংস্থা। এই সংস্থা তার ১৭২-তম প্রতিষ্ঠা দিবস গতকাল উদযাপন করে। মূল অনুষ্ঠানটি হয় সংস্থার কেন্দ্রীয় সদর দপ্তর কলকাতায়। সেখানে জি এস আই- এর মহানির্দেশক শ্রী রাজেন্দ্র সিং গারখাল প্রতিষ্ঠা দিবস উদযাপনের সূচনা করেন। তিনি তাঁর বক্তৃতায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১৭২ বছরের অগ্রগতির ওপর গুরুত্ব আরোপ করেন। সংস্থার পাঁচটি মিশনের কথা উল্লেখ করে সেগুলি রূপায়ণের ওপর গুরুত্ব দেন। মহানির্দেশক বলেন, জি এস আই দেশে খনিজ ব্লকগুলি চিহ্নিত করতে এবং জাতির প্রয়োজনে বিশাল খনিজ সম্পদ বৃদ্ধিতে সহায়ক হিসেবে তাদের ভূমিকা পালন করে চলেছে। সম্প্রতি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ১৫০ টিরও বেশি জি-টু এবং জি-থ্রি খনিজ ব্লকের পাশাপাশি ১৫২ টি জি-ফোর খনিজ ব্লক নিলামের জন্য বিভিন্ন রাজ্য সরকারের কাছে হস্তান্তর করেছে। খনিজ খাতে দেশকে স্বাবলম্বী করে তুলতে তিনি সংস্থার তরুণ আধিকারিকদের অক্লান্ত পরিশ্রম এবং অন্বেষণ ও ভূবিজ্ঞান সংক্রান্ত কাজের জন্য তাঁদের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করার কথা উল্লেখ করেন। শ্রী গারখাল পরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জিএসআই সম্পর্কে তাদের অবহিত করেন।
অনুষ্ঠানে সংস্থার অতিরিক্ত মহানির্দেশক শ্রী এম এম পাওয়ার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন উদ্যোগ গুলির কথা উল্লেখ করেন। অপর অতিরিক্ত মহানির্দেশক ডক্টর এস রাজু উল্লেখ করেন যে, জিএসআই বর্তমানে বিশ্বের একটি প্রধান ভূ বৈজ্ঞানিক সংস্থায় পরিণত হয়েছে।
অনুষ্ঠানে জি এস আই- এর বিভিন্ন মিশনের মাধ্যমে গৃহীত কার্যক্রমের ওপর বই এবং অডিও-ভিস্যুয়াল প্রকাশ করা হয়। এর পাশাপাশি কলকাতা এবং শহরতলীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের জন্য শিলা, খনিজসম্পদ এবং জীবাশ্মের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।
১৮৫১ সালে প্রাথমিকভাবে রেলের জন্য কয়লার মজুতভান্ডার খুঁজে বের করার জন্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে বছরের পর বছর ধরে অনুসন্ধান চালিয়ে জিএসআই দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় ভূবিজ্ঞানের তথ্য ভাণ্ডারকে চিহ্নিত করেছে। পরে এই সংস্থা আন্তর্জাতিক স্তরে ভূ বৈজ্ঞানিক সংস্থার মর্যাদা অর্জন করেছে। এই সংস্থার প্রধান কাজ হচ্ছে, জাতীয় ক্ষেত্রে ভূ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা ও অন্যান্য সম্পদের মূল্যায়ন করা। উপকূলীয় অঞ্চল, ভূপৃষ্ঠ থেকে শুরু করে সমস্ত ভূতাত্ত্বিক প্রক্রিয়ার সাথে এই সংস্থা জড়িত রয়েছে।
জরিপ এবং ম্যাপিং সম্পর্কে দক্ষতা অর্জন থেকে শুরু করে ব্যবস্থাপনা, সমন্বয় এবং স্থানিকভাবে ডাটাবেস ব্যবহারের মাধ্যমে এই সংস্থা কাজ করে থাকে। ভূ বৈজ্ঞানিক তথ্য অর্জনের জন্য সর্বাধুনিক কম্পিউটার ভিত্তিক প্রযুক্তিও ব্যবহার করা হয়।
খনি মন্ত্রকের অধীনে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ছয়টি আঞ্চলিক কার্যালয় রয়েছে লখনৌ, জয়পুর, নাগপুর, হায়দ্রাবাদ, শিলং এবং কলকাতায়। এছাড়া প্রায় সমস্ত রাজ্যেই রয়েছে এর কেন্দ্র।
CG/ SB
(रिलीज़ आईडी: 1803249)
आगंतुक पटल : 1291